বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে রাজ্য সরকার (State Government)। এবার রামনবমী মামলার (Ram Nabami Case) জের। রামনবমীতে হওয়া হিংসা মামলার রাজ্যকে এনআইএ তদন্তে সাহায্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তরফে গত সোমবারই স্পষ্ট করে দেওয়া হয়েছে, রামনবমীতে অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। অন্যদিকে, সুপ্রিম রায়কেই চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের এই আচরণে বিরক্ত কলকাতা হাই কোর্ট।
সোমবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, ‘‘আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তার পর শীর্ষ আদালতের নির্দেশ পক্ষে না গেলে নতুন মামলা করছেন। এটা হতে পারে না।’’
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, রামনবমীর অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে কোনও ভাবেই হস্তক্ষেপ করা হবে না। প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে বাংলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর বিরুদ্ধে রাজ্য চ্যালেঞ্জ করলেও লাভ হয়নি। সুপ্রিম নির্দেশ ছিল, তদন্তের ক্ষেত্রে সমস্ত নথি রাজ্য পুলিশকে NIA-এর হাতে তুলে দিতে হবে।
NIA-এর পাল্টা অভিযোগ, রাজ্যের তরফে কোনও নথিই তাদের দেওয়া হয়নি। কোনও ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে না। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় NIA তদন্তকারীরা। আবার অন্যদিকে এদিনই রামনবমীর অশান্তির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে জাস্টিস সেনগুপ্তের এজলাসেই মামলা চেয়ে অনুমতি চায়। তবে সুপ্রিম কোর্ট যে ইতিমধ্যেই NIA-এর হাতে তদন্তভার রাখার নির্দেশ দিয়ে, নথি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে তার উল্লেখ ওই আর্জিতে ছিল না।
পরে কেন্দ্রের আইনজীবী বিষয়টি নিয়ে সওয়াল করতেই বিচারপতি সেই নিয়ে জ্ঞাত হন। এর পরই রাজ্যের ওপর বিরক্ত হন বিচারপতি সেনগুপ্ত। সোমবার এই প্রেক্ষিতে হাইকোর্টের মন্তব্য, ‘‘আগে শীর্ষ আদালতের সেই নির্দেশ কার্যকর করুক রাজ্য, তার পরে আপনাদের মামলা শুনব।’’ বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ বাইপাস করে রাজ্য নতুন মামলা করে আগের নির্দেশ কার্যকর করতে দেরি করবে। সেটা মেনে নেব না।’’
বিচারপতি আরও বলেন, ‘‘আপনারা টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবেন, সেখানে পক্ষে রায় না পেলেও নির্দেশ পালন করবেন না, এটা তো হতে পারে না। আগে এনআইএ মামলা করেছে, সেই মামলা আগে শুনব, তার পরে রাজ্যের মামলা শুনব। কোর্টের নির্দেশ পালন না করে রাজ্য নতুন মামলা করে বিষয়টা আরও ঘোরালো হয়েছে।’’