বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার বড় স্বস্তি পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করার ফলে মসজিদ নির্মাণ নিয়ে আপাতত কোনও আইনি বাধা রইল না।
এই মামলায় আবেদনকারীর তরফে দাবি করা হয়েছিল, মসজিদ নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হোক। প্রথম দিনের শুনানিতেই আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। এবার চূড়ান্ত শুনানিতে মামলাটি পুরোপুরি খারিজ হয়ে গেল।
আবেদন ত্রুটিপূর্ণ, জানাল হাই কোর্ট (Calcutta High Court)
আদালতে আবেদনকারীর আইনজীবী সওয়াল করেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। পাশাপাশি প্রশ্ন তোলা হয়, মানুষকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যেই কি এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। তবে শুনানি শেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই আবেদন ত্রুটিপূর্ণ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল পর্যবেক্ষণে জানান, যে জমিতে মসজিদ নির্মাণ হচ্ছে তা সরকারি জমি নয়, ট্রাস্টের জমি। ফলে এই মামলায় যে আবেদনগুলি করা হয়েছে, তা আইনত বিবেচনাযোগ্য নয়। সেই কারণেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেওয়া হয়।
উল্লেখ্য, মসজিদের শিলান্যাস হওয়ার আগেও এই বিষয়টি আদালতের (Calcutta High Court) দরজায় পৌঁছেছিল। সেই সময়ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ হুমায়ুন কবীরের কর্মসূচিতে কোনও হস্তক্ষেপ করেনি। আদালতের সেই অবস্থানের পরই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ জন্মস্থান দুর্লভপুরে সোনার খনি? কেন্দ্রের রিপোর্ট সামনে আসতেই আবেগে ভাসলেন সাংসদ সৌমিত্র খাঁ
এদিকে, মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই কোটি কোটি টাকা অনুদান এসে পৌঁছেছে হুমায়ুন কবীরের কাছে। যদিও বিতর্ক এখনও থামেনি, তবে আদালতের (Calcutta High Court) এই রায়ের পর আইনি দিক থেকে আপাতত স্বস্তিতেই রয়েছে মসজিদ নির্মাণের প্রক্রিয়া।












