বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইদের (Brother) সম্পত্তির বিপুল বৃদ্ধির অভিযোগ তুলে হাইকোর্টে (High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী। তবে আইনজীবীর সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ ওই মামলার জরুরি শুনানিতে সায় দেয়নি। মামলার আবেদনকারী আদালতে জানান, পূর্বে এই মামলায় আদালত আয়কর দফতরের কাছে হলফনামা চেয়েছিল। সেই হলফনামা জমা পড়েছে। আয়কর দফতরের তথ্যের ভিত্তিতে এই মামলার জরুরি কিছু বিষয় সামনে এসেছে।
যদিও আদালত জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জিতে রাজি হয়নি। বিচারপতি টিএস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের মন্তব্য, তালিকায় এখন এর চেয়ে জরুরি বিষয় রয়েছে। এটা পরে শোনা যাবে। উল্লেখ্য, মামলাটি ৬৬০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, ওই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছিল ২০২২ সালে। মামলাটি করেছিলেন বিজেপির আইনজীবী সেলের নেতা তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগ ছিল, তৃণমূল ক্ষমতায় আসার ২ বছররে মধ্যেই মুখ্যমন্ত্রীর ৫ ভাই ও তাদের পরিবারের সম্পত্তি প্রভূত বেড়েছে।
যদিও মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত করা হয়নি।সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের প্রেক্ষিতে বলেছিলেন, তিনি একা থাকেন। আর ভাইদের সঙ্গে তার সম্পর্ক কেবল উৎসবের।