বাংলা হান্ট ডেস্কঃ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এক তরুণীকে বাড়িতে একা পেয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে ওই সিভিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। গ্রেফতারির হাত থেকে বাঁচতে আগাম জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে মামলা করেছিলেন অভিযুক্ত। এবার তাতেই বড় নির্দেশ দিল আদালত।
কী বলল হাইকোর্ট (Calcutta High Court)?
আলি মহম্মদ আবু শহিদ নামের এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় কর্মরত তিনি। অভিযোগ, পুলিশ প্রথমে এই অভিযোগ নিতে চায়নি। পরবর্তীতে অভিযোগ নিলেও ঠিকভাবে এই ঘটনার তদন্ত হচ্ছে না বলে দাবি করেন নির্যাতিতা। অন্যদিকে গ্রেফতারি এড়াতে আগেভাগেই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। এবার সেই আর্জি খারিজ করে দিল আদালত।
হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির এই মামলায় স্থানীয় থানার পুলিশের তদন্তে প্রভাব খাটাতে পারেন। সেই সম্ভাবনা রয়েছে। তাই তাঁকে আগাম জামিন (Anticipatory Bail) দেওয়া যাবে না। ওই সিভিক ভলেন্টিয়ারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত।
আরও পড়ুনঃ চায়ের দোকানে ঢুকে ফিল্মি কায়দায় তৃণমূল নেতাকে গুলি করে খুন! ভাটপাড়ায় ঘটনায় শিউরে উঠবেন
অন্যদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত একজন স্কুল শিক্ষক তথা পুর কাউন্সিলরও আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি কান্ত এবং বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চেই সেই মামলা ওঠে।
ওই মামলাতেও আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, অভিযুক্ত পুর কাউন্সিলর যথেষ্ট প্রভাবশালী। তবে এখনই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন নেই বলে মনে করে জাস্টিস গৌরাঙ্গ কান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেই কারণে অভিযুক্ত ওই স্কুল শিক্ষক তথা পুর কাউন্সিলরের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে হাইকোর্ট। তবে শ্লীলতাহানিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের আগাম জামিনের আবেদন সটান খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।