আইনজীবীদের নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের! প্রশ্নের মুখে ১ জুলাই-র ‘কালা দিবস’

বাংলা হান্ট ডেস্ক: আইনজীবীদের (Lawyer) কাজ বন্ধ করে ধর্মঘটে (Strike) অংশগ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না। এবার এমনই এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা থেকে পার্লামেন্টে পাশ হওয়া তিন নতুন ফৌজদারি আইন আগামী ১ জুলাই থেকে কার্যকরী হতে চলেছে। এই তিন আইন চালুর প্রতিবাদেই পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল আগামী  ১ জুলাই কালা দিবস পালনের আহ্বান জানিয়েছিল।

এই ধর্মঘট প্রসঙ্গেই শুক্রবার এক মামলায় বিচারপতি শম্পা সরকার (Shampa Sarkar) তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, ‘১ জুলাই কালা দিবস হিসেবে পালনের প্রস্তাবকে কেবল একটি অনুরোধ হিসাবে বিবেচনা করার যেতে পারে আদেশ নয়।’ প্রসঙ্গত তিন ফৌজদারি আইন ভারতীয় দন্ডবিধি (আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় প্রমাণ আইন পরিবর্তন করে নয়া তিন ফৌজদারি বিধি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকরী হতে চলেছে আগামী ১ জুলাই থেকে।

এই আইন পরিবর্তনের প্রতিবাদ জানিয়েই ২৬ জুন পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল একটি প্রস্তাব পাশ করে এবং নতুন তিন ফৌজদারি আইনকে গণ বিরোধী, অগণতান্ত্রিক এবং সাধারন মানুষের জন্য কষ্টের কারণ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এই দিনটিকে কালা দিবস হিসাবে পালনের জন্য-ও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ধমকে চমকে জমি দখল! এবার মমতার নির্দেশেই গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তোলপাড় রাজ্য

বার কাউন্সিলের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। এই মামলায় বার কাউন্সিলকে তিন সপ্তাহের মধ্যে আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বার কাউন্সিলের রেজুলেশনের ভিত্তিতে কোনও আইনজীবীকে ১ জুলাই তাদের কাজে বাধা দেওয়া যাবে না বলে সতর্ক করে দিয়ে  হাইকোর্ট।

kolkata highcourt

আদালত এদিন বলেছে, ‘এই সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে কোনও  শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কারণ তারা  তাদের মামলাকারীদের সমর্থন করতে চায় এবং তারা তাদের মামলাকারীদের স্বার্থেই হাজির হয়। তাই বার অ্যাসোসিয়েশনের এই কালা দিবস পালনের প্রস্তাবকে শুধু একটি অনুরোধ হিসাবে বিবেচনা করার যেতে পারে আদেশ নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর