বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজে ভর্তির জন্য হওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল এখনই প্রকাশ করা যাবে না। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, ওবিসি ‘এ’ ও ‘বি’ তালিকা অনুসারে তৈরি মেধাতালিকা প্রকাশ করা আইনসংগত নয়। ফলে ৭ আগস্ট যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
আদালতের কড়া পর্যবেক্ষণ | Strict observation by Calcutta High Court
বিচারপতি কৌশিক চন্দ বৃহস্পতিবার জানিয়ে দেন, যতক্ষণ না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৬৬ শতাংশ সংরক্ষণনীতি ঠিকঠাক মেনে নতুন ওবিসি তালিকা তৈরি হচ্ছে, ততক্ষণ জয়েন্টের ফলপ্রকাশ সম্ভব নয়। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “ফলপ্রকাশে আমরা প্রস্তুত, ভর্তি প্রক্রিয়া পরে শুরু করলেও চলবে।” তবে বিচারপতির প্রশ্ন ছিল, “সেক্ষেত্রে ওবিসি ‘এ’ ও ‘বি’ কীভাবে যুক্ত হবে?”
জবাবে রাজ্যের তরফে জানানো হয়, যাঁদের সার্টিফিকেট বাতিল হয়েছে, তাঁরা নতুন করে আবেদন করছেন ও আর্থিক অবস্থা জানাচ্ছেন। এই যুক্তি মানতে নারাজ আদালত। বিচারপতি বলেন, “শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে ফলপ্রকাশ করা যাবে না। আমার রায় এখনও বহাল রয়েছে।” এমনকি রাজ্যের আমলাদেরও কটাক্ষ করেন তিনি, “আপনারা কি সত্যিই সমস্ত আবেদন খতিয়ে দেখেছেন? সাত দিনের মধ্যে ৯৯৯ জনকে সার্টিফিকেট দিলেন?”
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। দীর্ঘ তিন মাসেও ফলপ্রকাশ না হওয়ায় বহু পরীক্ষার্থী হতাশায় ভুগছেন, কেউ কেউ ইতিমধ্যেই অন্যত্র ভর্তি হয়ে গিয়েছেন। যদিও বোর্ড জানিয়েছিল, ৭ আগস্ট ফল প্রকাশ হবে, তবে হাই কোর্টের (Calcutta High Court) নিষেধাজ্ঞায় তা আপাতত সম্ভব নয়। বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দু’টোয় চূড়ান্ত নির্দেশ দেবেন কতদিনের মধ্যে রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে হবে।
আরও পড়ুনঃ বেঁধে রাখব, খেলা হবে! শুভেন্দুর ওপর হামলায় হয়েছে FIR, এবার ফোনে ভয়ঙ্কর হুমকি সেই তৃণমূল নেতার
উল্লেখ্য, একদিকে আদালতের কড়া নির্দেশ, অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এই টানাপোড়েনের মাঝখানে অনিশ্চিত জয়েন্টের ফলপ্রকাশ। সংরক্ষণ নিয়ে রাজ্য ও আদালতের (Calcutta High Court) সংঘাতের জেরে আরও একবার থমকে দাঁড়াল উচ্চশিক্ষার পথ। এখন তাকিয়ে থাকা বৃহস্পতিবারের রায়ের দিকেই।