SSC মামলায় বিরাট মোড়! প্রকাশ হবে নতুন তালিকা, কড়া ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ গড়িয়ে ২০২৬, তবে এসএসসি (SSC) নিয়ে জট খোলার নামই নিচ্ছে না। এবার ফের আদালতের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা (School Service Commission)। কমিশন দ্বারা প্রকাশিত ১ হাজার ৮০৬ জন ‘অযোগ্য’ প্রার্থীর তালিকায় গুরুতর ফাঁকফোকর রয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

নতুন করে দিতে হবে তালিকা, এসএসসি-কে নির্দেশ | SSC

বুধবার এসএসসি সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, কমিশনের তালিকায় প্রার্থীর স্কুল, জেলা কিংবা কোন ক্যাটাগরিতে তাঁরা ‘টেন্টেড’ বলে চিহ্নিত, সেই সংক্রান্ত তথ্য নেই। বিচারপতির নির্দেশ, সমস্ত প্রয়োজনীয় স্পষ্ট তথ্য সহ এসএসসিকে নতুন করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, র‍্যাঙ্ক জাম্প, ওএমআর শিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত এবং ম্যানুপুলেশন থাকা সত্ত্বেও যাঁদের নিয়োগ হয়নি, এই সমস্ত ক্যাটাগরির অযোগ্য প্রার্থীদের নাম আলাদা করে উল্লেখ করতে হবে। কে কোন ক্যাটাগরিতে পড়ছেন, তার উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত।

মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সিনহা কমিশনের কাছে জানতে চান, র‍্যাঙ্ক জাম্প বা প্যানেলের বাইরে থেকেও যাঁদের নিয়োগ হয়েছে, তাঁদের নামও কি তালিকায় রয়েছে? গ্রুপ সি ও গ্রুপ ডি-র ক্ষেত্রে আলাদা তালিকা কেন নেই সেই প্রশ্ন তোলেন বিচারপতি।

SSC

কমিশনকে বিচারপতির মন্তব্য, ‘আপনারা যদি স্পষ্ট করে বলতে না পারেন, তার মানে তালিকাটি সম্পূর্ণ নয়।’ এসএসসি জানায়, যাঁদের নিয়োগ হয়নি, প্রাথমিকভাবে তাঁদের টেন্টেড বলা যায় না। তবে কমিশন তরফে এও বলা হয়, আরও একটি তালিকা তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন করা হবে।

আরও পড়ুন: বাংলার রেলে নতুন শুরু! প্রথম বন্দে ভারত স্লিপারসহ ১৩ ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাল্টা আদালতের প্রশ্ন, কমিশন কি OMR স্কোর মিসম্যাচ থাকা ৯৫২ জনের তালিকা প্রকাশ ককরেছে? একাদশ-দ্বাদশ স্তরের ৯০৭ জনের তালিকা থেকে কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কে কোন ভাগে পড়ছেন? প্রশ্ন তোলে আদালত। এরপরই আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি।