পার্ক সার্কাসে ফিরল সার্কাস, কিন্তু থামাল হাইকোর্ট! কী নিয়ে উঠল মামলা?

Published on:

Published on:

Calcutta High Court Seeks Affidavit on Park Circus Circus Approval
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে ফের সার্কাস বসতে চলেছে। কলকাতা পুরসভা সম্প্রতি এই মাঠে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে আইনি টানাপোড়েন। দূষণের আশঙ্কার কথা তুলে সার্কাস আয়োজনের বিরুদ্ধে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। শুক্রবার সেই মামলাই শুনানির জন্য ওঠে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।

পার্ক সার্কাসের সার্কাস হওয়ার অনুমতি দেওয়া নিয়ে মামলা হাই কোর্টে (Calcutta High Court)

গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস করার অনুমতি দেয় কলকাতা পুরসভা। শেষবার এই মাঠে সার্কাস হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে। এরপর মা এবং এজেসি বোস উড়ালপুল তৈরির কাজের কারণে সার্কাস বন্ধ হয়ে যায়। এক দশক পর ফের সার্কাস ফিরতেই নতুন করে আদালতে (Calcutta High Court) প্রশ্ন উঠল।

মামলাকারীর দাবি, আগে বইমেলা সরানো হয়েছিল দূষণের যুক্তিতে। বইমেলা পার্ক সার্কাসে করার পরিকল্পনা হলেও ২০০৮ সালে দূষণ সম্পর্কিত মামলায় হাইকোর্ট (Calcutta High Court) সেই অনুমতি বাতিল করে। আদালত তখন বলেছিল, দূষণ পর্ষদের নিয়ম না মেনে পুরসভা অনুমতি দিয়েছিল। এবার একই মাঠে সার্কাসকে কেন ছাড় দেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী।

এদিন আদালতে (Calcutta High Court) কলকাতা পুরসভা স্বীকার করেছে যে সার্কাসের জন্য তারা অনুমতি দিয়েছে। তবে তা দূষণবিধি মানা হয়েছে কিনা এই বিষয়ে এখনও পরিষ্কার তথ্য দেয়নি পুরসভা।

Calcutta High Court Questions SSC on SLST Answer Key Error

আরও পড়ুনঃ ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে হরিনাম’! ভোটের আগে বড় কর্মসূচি মতুয়া মহাসঙ্ঘের

পুরসভার এই স্বীকারোক্তির পর হাই কোর্ট (Calcutta High Court) মামলাকারীর পক্ষের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাকারী আসলে কোন কোন বিষয়ে আপত্তি তুলছেন এবং কী কী চান, তা পরিষ্কারভাবে জানাতে বলেছে আদালত। আগামী বুধবারের মধ্যেই এই হলফনামা জমা দিতে হবে।