হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, আদালতের নির্দেশ ছাড়া চিড়িয়াখানার জমির বাণিজ্যিক ব্যবহারে জারি নিষেধাজ্ঞা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আপাতত বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না চিড়িয়াখানার জমি। এই মর্মে যে টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া এ বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।

চিড়িয়াখানার জমি ব্যবহারে নিষেধাজ্ঞা হাইকোর্টের (Calcutta High Court)

গত ২৩ শে জুলাই টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি এবং স্টাফ কোয়ার্টার রয়েছে। কিন্তু অডিটোরিয়াম এবং স্টাফ কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ বলে জানা যাচ্ছে।

Calcutta high court stay order on alipore zoo land use

স্থগিতাদেশ জারি আদালতের: সেখানেই বাণিজ্যিক কাজের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানিতেই টেন্ডার ডাকার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত (Calcutta High Court)। পরবর্তী নির্দেশ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন : মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশ! উচ্চমাধ্যমিক পরীক্ষার পর আর ছুটি নয়, পড়ুয়াদের জন্য জারি হল নতুন নিয়ম

অভিযোগ এনেছিলেন বিরোধীরা: উল্লেখ্য, এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরাও। সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বিক্রির চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন : ইসলামকে অসম্মানের অভিযোগ ‘অতিথি’ জাভেদের বিরুদ্ধে, মৌলবাদীদের চাপেই অনুষ্ঠান বাতিল রাজ্যের?

চিড়িয়াখানার ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা করছে সরকার। এমনই অভিযোগ তুলে গত জানুয়ারি মাসে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার আদালতের শুনানিতে বড় ধাক্কা খেল রাজ্য।