দু’সপ্তাহের ডেডলাইন! রাজ্যের সব জেলা শাসককে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

Published on:

Published on:

Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার তেহট্ট থানা এলাকায় জলঙ্গি নদীর পাশে বেআইনি মাটি কাটার অভিযোগ। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। সেই মামলার শুনানিতেই বেআইনি মাটি কাটা (Manual Digging) বন্ধ করা নিয়ে কড়া পদক্ষেপ আদালতের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের সব জেলা শাসককে সার্কুলার জারির নির্দেশ দিয়েছে এনিয়ে।

বেআইনি মাটি কাটা বন্ধ করতে কড়া হাইকোর্ট | Calcutta High Court

আদালতের নির্দেশ, দু’সপ্তাহের মধ্যে সার্কুলার জারি করে সেই কপি আদালতে পেশ করতে হবে। আদালতে মামলাকারী মানবাধিকার সংগঠনের কর্মীর আইনজীবী জানান, প্রতিদিনি ৭০-১০০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। যার কারণে এলাকায় ২ থেকে আড়াই হাজার ফুট গর্ত হয়ে গিয়েছে। কুমির মারি ড্যাম থেকে শুরু করে চাপড়া-সহ কয়েকটি এলাকায় এই একই ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলা হয়।

গুরুতর অভিযোগ তুলে বলা হয়, ইটভাটার মালিকদের একাংশ স্থানীয় থানা ও প্রশাসনের সঙ্গে অবৈধ যোগসাজশ করে মোটা টাকার বিনিময়ে এই কাজ করে চলেছে। আর ভয়ঙ্কর দুর্নীতির ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকার মানুষের চাষজমির পাশাপাশি বসতভিটের ক্ষতির বিষয়টা জানিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানানো হয়।

নদিয়ার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা দায়ের হয়। উল্লেখ্য, গত বছর হাইকোর্ট রাজ্যকে অন্য একটি মামলায় একই নির্দেশ দিলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি সে বিষয়ে অবগত হন বলে আদালতে জানান।

Calcutta High Court

আরও পড়ুন: আবহাওয়ার পাল্টি! দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, রয়েছে সতর্কতাও : আজকের আবহাওয়া

এ বিষয়ে রাজ্য প্রশাসনের উদাসীনতার কথা উল্লেখ করেন মামলাকারীর আইনজীবী। সেই মামলাতেই এবার হাইকোর্টের কড়া নির্দেশ। তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে।