শব্দবাজি বন্ধে উদাসীন রাজ্য? বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা জানতে মুখ্যসচিবের বক্তব্য তলব হাইকোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শব্দবাজি বন্ধ নিয়ে রাজ্যের মুখ্যসচিবের বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে আদৌ? তা জানতে এবার মুখ্যসচিব মনোজ পন্থের বক্তব্য তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অজয়কুমার বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রয়োজনে এখনই সরাসরি মুখ্যসচিবকে ফোন করে জানাতে হবে যে বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা।

শব্দবাজি বন্ধের বিষয়ে মুখ্যসচিবের বক্তব্য চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

গত ২২ সেপ্টেম্বর মুখ্যসচিব একটি বৈঠক করে বিজ্ঞপ্তি জারি করেন। কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে কিছুই স্পষ্ট করে বলতে পারছে না রাজ্য। এ বিষয়ে হাইকোর্টের (Calcutta High Court) বক্তব্য, শব্দবাজি বন্ধ করার বিষয়ে রাজ্য সরকার উদাসীনতা দেখাচ্ছে। কিছু পেপার ওয়ার্কস করেই দায় এড়াতে চাইছে রাজ্য। আদালতের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে আবারও এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Calcutta high court summoned wb chief secretary comment on fire crackers

বৈঠক ডাকেন পুলিশ কমিশনার: প্রতি বছরই কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে শব্দবাজি নিয়ে অভিযোগ জমা পড়ে। এ বিষয়ে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। কলকাতার পুলিশ কমিশনার কিছুদিন আগেই শব্দবাজি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৈঠক ডেকেছিলেন।

আরও পড়ুন : পুজো মিটতেই হু হু করে বাড়ল নম্বর, প্রথম পাঁচে দাপট জি বাংলার, শীর্ষস্থান কার দখলে?

কতক্ষণ আতশবাজি ব্যবহারের অনুমতি: এদিকে বিধানসভায় পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, আতশবাজি ফাটানোর সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দীপাবলির উৎসবে সন্ধ্যা আটটা থেকে রাত দশটা পর্যন্ত এবং ছট পুজোয় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত আতশবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বাংলায় এবার SIR! ভোটার তালিকায় নাম ধরে রাখতে কোন কোন নথি সঙ্গে রাখবেন? জেনে রাখুন

দীপাবলি ও কালীপুজোর রাতে যাতে শব্দদূষণ না হয় তার জন্য ৯০ ডেসিবেল পর্যন্ত শব্দসীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত কার্যকর হয়েছে কিনা তা জানতেই এবার কলকাতা হাইকোর্ট তাঁর জবাব চেয়ে পাঠাল।