বাংলা হান্ট ডেস্কঃ প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে ‘সম্মতি’ বলে কিছু নেই! সম্প্রতি এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এই রায়ের পর এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রতারণা ও যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত যুবকের যাবজ্জীবন সাজা বহাল রাখল আদালত।
হাই কোর্টের (Calcutta High Court) কড়া বার্তা
মামলাটির শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনের ৬ ধারায় অভিযোগ ছিল। নিম্ন আদালতে তাঁকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। সেই সাজা বাতিল করার আবেদন করেছিলেন অভিযুক্ত। কিন্তু হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দেয় নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তা কোনোভাবেই যৌন সম্পর্কের বৈধতা দেয় না।
তথ্য অনুযায়ী, অভিযুক্ত ২০১৪ সাল থেকে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম শারীরিক সম্পর্ক স্থাপন করে, তখন মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। এরপর বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক করে যায় অভিযুক্ত। নাবালিকা বাধা দিলেও সে কথা শোনেনি বলেই অভিযোগ। ২০১৭ সালে নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। অভিযুক্ত এবং তাঁর পরিবার কোনও দায়িত্ব নিতে রাজি হয়নি। এরপরই নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করে নির্যাতিতার পরিবার।
আদালত (Calcutta High Court) জানায়, নির্যাতিতার বয়ান এবং ডিএনএ সহ বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট করে যে একাধিকবার যৌন সম্পর্ক হয়েছে। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে হাইকোর্ট জানায় নাবালিকার বয়ান বিশ্বাসযোগ্য হলে অন্য প্রমাণের প্রয়োজন হয় না। অভিযুক্তপক্ষ দাবি করেছিল যে মেয়েটির বয়স প্রমাণিত নয়। আদালত জানায় বার্থ সার্টিফিকেট দেখানো হয়েছিল, এবং মামলার শুনানিতে অভিযুক্ত কখনও বয়স নিয়ে আপত্তি তোলেনি। হাইকোর্ট জানায়, মেয়েটি বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল। গর্ভবতী হওয়ার পরই পরিবারকে সব জানায়। তাই এফআইআর দেরি হওয়া যৌক্তিক।

আরও পড়ুনঃ জেলমুক্তির পর নতুন অধ্যায় শুরু! স্ট্যান্ডিং কমিটিতে পার্থকে কোথায় রাখা হবে? বিধানসভায় আলোচনা তুঙ্গে
ক্ষতিপূরণ ও আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্দেশিকায় জানানো হয়েছে, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ১৫ দিনের মধ্যে দিতে হবে। এছাড়া অভিযুক্তকে আরও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তিনি যদি বর্তমানে জামিনে থাকেন, তবে অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে। এই নির্দেশে নিম্ন আদালতের যাবজ্জীবন সাজার রায়ই তাই বহাল থাকল।












