বিচারপতির এক রায়েই ঘুরলো খেলা! নিয়োগ দুর্নীতিতে অভিষেক মামলায় বিরাট নির্দেশ হাই কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) বিরাট স্বস্তিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতের বড় নির্দেশ। ইসিআইআর বহাল থাকলেও তার ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ECIR দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ECIR খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার রায়দান ছিল।

এদিন বিচারপতির নির্দেশ, ED-র দায়ের করা ECIR-র ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে ECIR আবেদনের খারিজে সাড়া মেলেনি। ECIR বহাল থাকছে।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত! কিছুক্ষণেই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ ৭ জেলা

abhishek ed

বিচারপতির ঘোষের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগসূত্র ছাড়া অভিষেকের বিরুদ্ধে আরও কোনও তথ্যপ্রমাণ আদালতের ইডি পেশ করতে পারেনি। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, ‘‘তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই বিষয়ে আদালত এখনই কোনও নির্দেশ দিচ্ছে না।’’ শিক্ষক দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক। পরে এর সঙ্গে অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির অফিসে ইডির তল্লাশির বিষয়টিও যুক্ত হয়। শুক্রবার এই মামলাতেই রক্ষাকবচ পেলেন অভিষেক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর