ব্রাজিলকে হারিয়ে চমক ক্যামেরুনের, সার্বিয়াকে হারিয়ে ‘শেষ ১৬’-তে সুইজারল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরের পর্বের যোগ্যতাঅর্জন হয়ে গিয়েছিল দুটি ম্যাচ খেলেই। তাই শুক্রবার রাতে গ্রূপপর্বের শেষ ম্যাচে খাতায়-কলমে নিজেদের দ্বিতীয় সারির দল নামিয়েছিল ব্রাজিল। যদিও সেই দল যে কোনও দেশের প্রথম একাদশকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। নিজেদের শেষ ম্যাচে আজ সাম্বা ব্রিগেডের প্রতিপক্ষ ছিল ক্যামেরুন।

শুরু থেকেই নিজেদের পরিচিত ছন্দে পাওয়া গিয়েছিল ব্রাজিলকে। ভিনিসিয়াস ও রাফিনহার অনুপস্থিতিতে দুই উইং ধরে যেন পায়ের জাদুতে ফুল ফোটাচ্ছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং অ্যান্টনী। স্ট্রাইকার পজিশনে লড়াই করছিলেন গ্যাব্রিয়েল জেসুস। ডিফেন্সে মিলিটাও-ব্রেমারের জুটির চাপ কমিয়ে দিচ্ছিলো ক্যাসেমিরোর জায়গায় নামা ফ্যাবিনহো। কিন্তু গোল আসছিল না ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস ইপাসির দক্ষতায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবি ছিল এক। ব্রাজিলকে আটকাতে বেপরোয়া ট্যাকেল করতেও দেখা যাচ্ছিল ক্যামেরুনের ফুটলারদের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফট ব্যাক অ্যালেক্স টেলেস। তিনি সময়মতো সুস্থ না হতে পারলে ‘শেষ ১৬’-তে হয়তো নিয়মিত লেফট ব্যাক ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। এরই মাঝে খেলার অতিরিক্ত সময়ের একদম শুরুর দিকে জেরেমি এম্বেকেলির দুর্দান্ত ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে ক্যামেরুনকে ম্যাচ জিতিয়ে দেন অধিনায়ক আবুবাখার। কিন্তু অপর ম্যাচে সুইজারল্যান্ড, সার্বিয়াকে হারিয়ে দেওয়ায় তাদের এই জয় কোনও কাজে এলো না।

1670015335900

আগেই হলুদ কার্ড দেখেছিলেন ক্যামেরুন অধিনায়ক। গোল করে জার্সি খুলে উদযাপন করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আফ্রিকার দেশটির নেতা। ম্যাচ হারলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় গ্রূপের শীর্ষস্থানে শেষ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে এড়ালো ব্রাজিল। পরের পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগালকে হারানো দক্ষিণ কোরিয়া।

অপরদিকে জি গ্রূপের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ফলে সার্বিয়াকে হারিয়ে ‘শেষ ১৬’-র যোগ্যতাঅর্জন করলো সুইজারল্যান্ড। পরের পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগাল। আজ ২০ মিনিটে শাকিরির গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু এরপর সার্বিয়ান দুই তারকা স্ট্রাইকার মিত্রোভিচ ও ভ্লাহোভিচ গোল করে সার্বিয়াকে এগিয়ে দেয়। এরপর ৪৪ মিনিটে এম্বোলো এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রয়েলারের গোলে নাটকীয় থ্রিলারে নিজেদের জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর