বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির দেখানো পথে হেঁটেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন অজি অধিনায়ক ক্যামরন হোয়াইট। প্রাপ্তন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সমস্ত ধরনের পেশাদারিত্ব ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন।
37 বছর বয়সী এই অজি ক্রিকেটার দেশের হয়ে 47 টি টিটোয়েন্টি, 96 টি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলকে সীমিত ওভারের ক্রিকেটে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ক্যামরন হোয়াইট। এই অজি অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আপাতত কোচিংয়েই মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে ক্যামরন হোয়াইট জানিয়েছেন আমি যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমার মনের দিক থেকে আমি সন্তুষ্ট, এখন আমি মনে করি আমার ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসে গেছে। তাই আমি সমস্ত ধরনের পেশাদারি ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম। এখন আমি কোচিংয়েই যাবতীয় ফোকাস করতে চাই।