বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলি এই মুহূর্তে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের অন্যতম। রান মেশিন কোহলি এখনও পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে যে রেকর্ড স্থাপন করেছেন, তা মিলিয়ে দেখলে ধারেকাছেও এই মুহূর্তে কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ২৩ হাজারেরও বেশি রান সংগ্রহ করে ফেলেছেন ভারত অধিনায়ক, শুধু তাই নয় কেরিয়ারে রয়েছে ৭০ টি সেঞ্চুরি। এমনকি ওয়ানডে ক্রিকেটে শচীনের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ভাঙারও খুব কাছাকাছি রয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে দেখতে গেলেও একাধিক রেকর্ড রয়েছে বিরাটের নামে। এই মুহূর্তে শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি কথা বললে সর্বশ্রেষ্ঠ রান সংগ্রহকারী ব্যাটারও তিনিই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০ টি ম্যাচে মোট ৩১৫৯ রান সংগ্রহ করেছেন এই বিস্ফোরক খেলোয়াড়। এই তালিকায় এখনও পর্যন্ত তার আগে কেউ নেই। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ২৮ টি হাফ সেঞ্চুরিও রয়েছে বিরাটের নামেই। এই তালিকায় এর ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা। এখনো পর্যন্ত নিজের কেরিয়ারে বাইশটি অর্ধশত রান করেছেন তিনি।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এত রেকর্ড বিরাটের দখলে থাকলেও একটি মাইলস্টোন এখনও ছুঁতে পারেননি তিনি। ভাবতেও আশ্চর্য লাগে যে বিরাট কোহলির মত একজন অসাধারণ ব্যাটারের এখনও পর্যন্ত কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি নেই। যদিও সাম্প্রতিককালেই তিনবার এই মাইলস্টোনের খুব কাছাকাছি চলে এসেছিলেন তিনি। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯০ রান করে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই বছরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৮৯ রান করেছিলেন তিনি। বিরাট নিজের তৃতীয় সুযোগ পান ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবারও ৯৪ রানে অপরাজিত থেকে যান তিনি।
ফলত এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোন সেঞ্চুরি পাননি বিরাট। যদিও আইপিএল মিলিয়ে যদি দেখতে হয়, তাহলে অবশ্য সেঞ্চুরির অভাব নেই বিরাটের ক্রিকেট জীবনে। ইতিমধ্যেই পাঁচ পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। এমনকি একই মরশুমে চারটি সেঞ্চুরি করে অনবদ্য রেকর্ডও স্থাপন করেছিলেন তিনি। তবে এবার এই বিশ্বকাপে বিরাট নিশ্চয়ই চাইবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পূরণ করতে। বড় সুযোগ অবশ্যই থাকছে তার কাছে, ইতিমধ্যেই বেশ ভালো ব্যাটিংও করছেন তিনি তাই সম্ভাবনা যে রয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই।