বাংলাহান্ট ডেস্ক : দেশের গণপরিবহণের মধ্যে অন্যতম ভারতীয় রেলওয়ে (Indian Railways)। প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। কম সময়ে, কম খরচে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের উপরে ভরসা করেন অনেকেই। কিন্তু ট্রেন চলে টাইমটেবিল মেনে। সময়ের মধ্যে ট্রেন ধরতে না পারলেই মাথায় হাত পড়ে যাত্রীদের। তখনই প্রশ্ন ওঠে, ট্রেন মিস হলে টাকা ফেরত পাওয়া যাবে তো? পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন হল, এই একই টিকিট কি অন্য ট্রেনে সফরের জন্য ব্যবহার করা যেতে পারে?
ট্রেন (Indian Railways) মিস করলে কী করণীয়?
তাড়াহুড়ো করে অনেকেই এমন সিদ্ধান্ত নেন যার জেরে পরে ক্ষতির মুখে পড়তে হয়। পরবর্তীতে জরিমানা থেকে আইনি ঝামেলাও হতে পারে এর জেরে। তবে কেউ যদি ট্রেন মিস করেন, ওই ট্রেনের টিকিট ব্যবহার করে অন্য ট্রেনে ভ্রমণ করা সম্ভব নয়। রেলের নিয়ম বলছে, অন্য ট্রেনে ভ্রমণের প্রয়োজন থাকলে একটি জেনারেল কোচের টিকিট কিনতে হবে।

টিকিট ব্যবহার করা যাবে: অবশ্য ট্রেনের ক্যাটেগরির উপরেও অনেক কিছু নির্ভর করে। রাজধানী, বন্দে ভারত কিংবা সুপারফাস্টের মতো ট্রেনগুলিতে জেনারেল টিকিট প্রযোজ্য হয় না। তাই ভ্রমণের আগে ট্রেনের (Indian Railways) ক্যাটেগরিও পরীক্ষা করে নেওয়া জরুরি। জেনারেল টিকিট থাকলে কেবল সেই ট্রেনগুলিতেই ভ্রমণ করা যাবে যেগুলিতে রয়েছে জেনারেল কোচ। কোনও যাত্রী অন্য ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে তাদের জরিমানা করা হতে পারে।
আরও পড়ুন : মেসির সঙ্গে ছবি তোলাই কাল হল, নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার শুভশ্রী
কীভাবে মিলবে টাকা ফেরত: ট্রেন মিস করলে টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পাওয়া যেতে পারে। এর জন্য টিডিআর ফাইল করতে হবে। আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে করা যাবে এটা। এর জন্য টিকিট অপশনে গিয়ে ফাইল টিডিআর নির্বাচন করতে হবে।
আরও পড়ুন : চূড়ান্ত অব্যবস্থা, মেসিকে ডেকে এনে মুখ পুড়ল কলকাতার, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লজ্জার ছবি
কারণ দেওয়ার পর টিডিআর সাবমিট হবে এবং প্রক্রিয়া সম্পূর্ণ হবে। টিডিআর ফাইল করার পর শুরু হবে রিফান্ড প্রক্রিয়া। টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টেই সাধারণত ৬০ দিনের মধ্যে টাকা রিফান্ড করা হয়।












