ট্রেনে মদ নিয়ে সফর করবেন? কতটা পরিমাণ নেওয়া আইনসম্মত? বিপদ এড়াতে জেনে রাখুন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতে বৃহত্তম গণপরিবহন গুলির মধ্যে অন্যতম রেল (Indian Railways)। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে জুড়ে গিয়েছে রেল লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে ট্রেনে। দূরপাল্লার ট্রেনে (Indian Railways) অনেকেই লাগেজে নানান ধরণের জিনিস নিয়ে ওঠেন। যদিও রেলেরও কিছু নিয়ম রয়েছে, যাতে কিছু কিছু পণ্য নিয়ে ট্রেনে সফর করায় নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে মদ নিয়ে সফর করার ক্ষেত্রে রয়েছে কিছু শর্তাবলী।

ট্রেনে (Indian Railways) মদ নিয়ে সফর করা যায়?

ভারতীয় রেলের নিজস্ব কোনও স্পষ্ট নির্দেশিকা নেই মদের বিষয়ে। তবে মদ সেবন এবং পরিবহন নিয়ে কিছু নিয়মাবলী রয়েছে রাজ্যের। যদিও ট্রেনে (Indian Railways) মদ নিয়ে সফর করা যাবে কিনা তা নির্ভর করে কিছূ বিষয়ের উপরে। মূলত যে রাজ্য থেকে ট্রেনে রওনা হচ্ছেন এবং যে রাজ্য গন্তব্য, এই দুই রাজ্যের আবগারী আইনের উপরে নির্ভর করে। এই দুই রাজ্যে যদি আইনত মদ নিষিদ্ধ না থাকে, তবে ট্রেনে (Indian Railways) তা নিয়ে সফর করার ক্ষেত্রে চিন্তা করার কারণ থাকবে না।

Can you carry alcohol in indian railways train

কত পরিমাণ নেওয়া যায়: উল্লেখ্য, ট্রেনে (Indian Railways) মদ নিয়ে সফর করার ক্ষেত্রে সমস্যা না থাকলেও কতটা পরিমাণে নেওয়া যাবে তা নিয়ে রয়েছে সীমা। মূলত যাত্রীরা একটি বা দুটি বোতল নিয়েই সফর করতে পারেন। বোতল প্রতি সর্বোচ্চ সীমা থাকে ৭৫০ মিলি। পাশাপাশি বোতলগুলি সিল করা থাকতে হবে এবং একটি বৈধ ক্রয় রসিদ থাকতে হবে। অনুমোদন দেওয়া সীমার বেশি মদ সঙ্গে থাকলে তা আইনবিরুদ্ধ।

আরও পড়ুন : মাত্র ৯ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি! ১৬০ কিমি গতি এবার বন্দে ভারতের, ছুটবে না ‘উড়বে’ ট্রেন

কোথায় কোথায় মদ নিষিদ্ধ: জানিয়ে রাখি, বিহার, গুজরাট, মিজোরাম, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিতে মদ আইনত নিষিদ্ধ। সিল করা বোতলেও এই এই রাজ্যগুলিতে মদ নিয়ে যাওয়া যায় না। মদ নিয়ে ধরা পড়লে জরিমানা থেকে কারাদণ্ডও হতে পারে।

আরও পড়ুন : মন ভরে ভাইকে খাওয়ান ইলিশ, ঝাঁকে ঝাঁকে জালে উঠবে রূপোলি শষ্য, ভাইফোঁটার আগেই কমবে দাম

বেআইনি ভাবে মদ নিয়ে ধরা পড়লে ৫০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাছাড়া ট্রেনে মদ্যপান করলে জরিমানা থেকে সম্ভাব্য কারাদণ্ডও হতে পারে। ট্রেনে মদ নিয়ে সফর করার আগে এই নিয়মগুলি ভালো করে জেনে নিতে হবে।