বাবা বলিউড-টলিউড কাঁপানো স্টার, দাদুও দাপুটে অভিনেতা, এই স্বল্পবসনা সুন্দরীকে চিনলেন?

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতাদের (Actor) ছেলে মেয়েরা সাধারণত অভিনয় জগতেই আসেন। টলিউড থেকে বলিউড, ইন্ডাস্ট্রিতে তারকা সন্তানদের ভিড় ক্রমেই বাড়ছে। একের পর এক ছবিতে অভিষেক করে ফেলছেন নামজাদা অভিনেতা (Actor) অভিনেত্রীদের তরুণ প্রজন্ম। তবে সকলেই যে অভিনয়ে পা রাখছেন এমনটা কিন্তু নয়। অনেকে আবার লাইমলাইটের আড়ালে থাকতেও পছন্দ করেন।

নেট পাড়ায় ভাইরাল জনপ্রিয় অভিনেতার (Actor) মেয়ে

টলিউডে এমন অনেক অভিনেতা (Actor) অভিনেত্রীরাই রয়েছেন যাঁদের সন্তানরা তেমন ভাবে ক্যামেরার সামনে আসেন না। অথচ রূপে গুণে ইন্ডাস্ট্রির নামীদামী মডেল অভিনেত্রীদেরও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা। সম্প্রতি এমনি একজনের ছবি ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তিনিও একজন স্টারকিড। দাদু ছিলেন বাংলা ছবির খ্যাতনামা অভিনেতা (Actor)। বাবা টলিউডের সঙ্গে বলিউড, এমনকি দক্ষিণী ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে মেয়ে থাকেন আড়ালেই। সম্প্রতি তাঁর কিছু বোল্ড ছবি চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন : জেল থেকে ফিরেও দাপট আগের মতোই, সরকারি পদে না থেকেও কার্নিভালের উদ্বোধন অনুব্রতর

অভিনেত্রীদের টেক্কা দেবেন শাশ্বত কন্যা

ইনি অভিনেতা (Actor) শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া। শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি, শাশ্বতর মেয়ে হয়েও তিনি অভিনয় জগৎ থেকে দূরেই থাকেন। তবে তাঁর ছবি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন। খ্যাতনামা অভিনেত্রীদের বলে বলে গোল দেওয়ার ক্ষমতা রাখেন হিয়া। সম্প্রতি তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

আরো পড়ুপ্রশংসা

ণোত্তর বিশেষ সম্মান, শ্রীদেবীর প্রয়াণের ৬ বছর পর বিরাট উদ্যোগ, নিজেকে সামলাতে পারলেন না বনি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কিছুদিন আগেই বাবা মায়ের সঙ্গে বালিতে ঘুরতে গিয়েছিলেন হিয়া। সমুদ্রসৈকতে বিকিনিতে ছবি পোস্ট করেছেন অভিনেতা (Actor) কন্যা। মাল্টিকালার টু পিসে কখনো বালিতে বসে, কখনো আবার জলের মধ্যে গা ভাসিয়ে লেন্সবন্দি হয়েছেন হিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সান কিসড অ্যান্ড সল্টি’। কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা।

Actor

প্রসঙ্গত, লা মার্টিনা কলকাতা স্কুল থেকে পাশ করে বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন হিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর স্টাইল স্টেটমেন্টও রীতিমতো নজরকাড়া। তবে তিনি অভিনয় জগতে পা রাখবেন কিনা তা এখনো অজানা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর