বলিউডের কোন জনপ্রিয় অভিনেতার ছোটবেলার ছবি এটা? ধোঁকা না খেয়ে বলুন দেখি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গ্ল্যামার জগতের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মানুষের কৌতূহল সাংঘাতিক। তাঁদের হাঁড়ির খবর জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন অনেকেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার রমরমা হওয়ায় তারকারা ব্যক্তিগত জীবনের অনেক খুঁটিনাটিই শেয়ার করেন। এর মধ্যে অন্যতম ছোটবেলার ছবি (Childhood Photo)।

ছোটবেলায় কেমন দেখতে ছিল প্রিয় অভিনেতা অভিনেত্রীদের তা জানার আগ্রহ থাকে কমবেশি সকলেরই। আর তারকাদের ছোটবেলার ছবিগুলি হয়ও বেশ ইন্টারেস্টিং। অনেকের ছোটবেলার সঙ্গে এখনকার চেহারার অদ্ভূত সাদৃশ্য রয়েছে। এক ঝলক দেখলেই বোঝা যায়। আবার অনেকের ক্ষেত্রে পার্থক্যটা আকাশ পাতাল। এই ছবিটিও তেমনি। ইনি বর্তমানে বলিউডের প্রথম সারির একজন তারকা। চিনতে পারছেন কার ছবি?

Can you recognize this bollywood actor from childhood photo

না, ধোঁকা খাবেন না। ছোটবেলার ছবিটি দেখে বাচ্চা মেয়ে বলে মনে হলেও ইনি কিন্তু আসলে একজন অভিনেতা। কোনো গডফাদার ছাড়াই বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন পরপর ফ্লপের মুখ দেখলেও বলিউডের চিরকালীন ‘খিলাড়ি’ কিন্তু তিনিই। আর কোনো হিন্টের প্রয়োজন আছে কি? ইনি অক্ষয় কুমার।

এটা বলিউডের খিলাড়ি কুমারের ছোটবেলার ছবি। মাথায় ঝুঁটি বেঁধে মেয়ে সাজানো হলেও বড় হয়ে রীতিমতো হ্যান্ডসাম হাঙ্ক হয়ে উঠেছেন তিনি। সেনা অফিসারের পরিবারের ছেলে তিনি। অক্ষয় নিজেও মার্শাল আর্টে দক্ষ। অমৃতসর থেকে তাঁর পরিবার প্রথমে দিল্লি আসে, আর তারপর মুম্বই। হাই স্কুল পর্যন্ত পড়ে থাইল্যান্ড চলে গিয়েছিলেন অক্ষয়। সেখানে মার্শাল আর্টের শিক্ষা নেন তিনি। মুম্বই ফিরে মার্শাল আর্টের শিক্ষকও হয়েছিলেন তিনি।

সেখান থেকে প্রথমে মডেলিং আর তারপরে অভিনয়ে প্রবেশ তাঁর। একটা ফ্লাইট মিস করাই অক্ষয়ের কেরিয়ারের চাকা ঘুরিয়ে দিয়েছিল। সেদিনই নিজের পোর্টফোলিও জমা দিয়ে প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান অক্ষয়।

সম্পর্কিত খবর

X