ভারতের পতাকায় পা, পোড়ানোও হল তেরঙ্গা! তাতেও হল না লাভ, কানাডায় নাক কাটল খলিস্তানিদের

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি (Khalistani) জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। এই পরিস্থিতিতে এবার ভ্যাঙ্কুভারে ভারতীয় কাউন্সিলের (Indian Council) বাইরে প্রতিবাদ দেখাল খলিস্তানপন্থীরা। কিন্তু সেই প্রতিবাদ কার্যত ভাঙা মেলার মতো। ফ্লপ প্রতিবাদ শো-তে টাকা বিলিয়েও জনা পঞ্চাশেক লোকের বেশি জড়ো হল না।

জানা গিয়েছে, ভ্যাঙ্কুভারে (Vancouver) ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভে মাত্র এক ডজন খলিস্তানি সমর্থক জড়ো হয়েছিল। এই বিক্ষোভকারীরা গান বাজিয়ে খলিস্তানি পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়। সামনের একটি ডাস্টবিনে ভারতের পতাকাও পোড়ায় তারা। টরন্টোতেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এদিন ভারতীয় কনস্যুলেটের বাইরে ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ কড়া নিরাপত্তায় ছিল। ওই দফতর পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। কানাডার সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা হরদীপ সিং নিজ্জার হত্যাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাগিয়েছে।

ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন (World Sikh Organization) ইতিমধ্যে এই বিক্ষোভের বিষয়ে উস্কানি ও হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিল। এক বিবৃতিতে বিশ্ব শিখ সংস্থার সভাপতি তেজিন্দর সিং সিধুও হরদীপ সিং নিজ্জারের খুনিদের খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, শিখ সম্প্রদায়ের সদস্যরা যদি অনিরাপদ বোধ করে বা সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের অবিলম্বে প্রশাসনের দ্বারস্থ হওয়ার আবেদন করছি।’

khalistan canada

উল্লেখ্য, খলিস্তানিরা তাদের আখড়া কানাডায় ঝাঁঝ বাড়াচ্ছে। তবে খলিস্তানপন্থীদের একাংশ সেই আন্দোলন থেকে পিছু হটছে। তারই প্রমাণ পাওয়া গেল ভারতীয় (India) কাউন্সিলের বাইরের বিক্ষোভে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর