ভ্যাকসিন কূটনীতিতে কুপোকাত কানাডা! কৃষক আন্দোলন নিয়ে করল ভারত সরকারের সমর্থন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের ইস্যুতে এখনও পর্যন্ত বড়বড় কথা বলা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুর বদলাতে শুরু করেছেন। ভারতের ভ্যাকসিন কূটনীতির সামনে ঝুঁকে জাস্টিন ট্রুডো এবার কৃষক আন্দোলনের ইস্যুতে ভারত সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, ট্রুডো বলেছেন ওনার সরকার কানাডায় ভারতীয় কূটনৈতিকবীদদের সম্পূর্ণ সুরক্ষা দেবে।

ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারের গণতন্ত্র রক্ষার জন্য কথাবার্তা চালিয়ে যাওয়ার প্রয়াসকে সমর্থন করেছে। এছাড়াও উনি বলেছেন যে, ওনার সরকার কানাডায় থাকা সমস্ত ভারতীয় কূটনৈতিকবীদদের সুরক্ষা সুনিশ্চিত করবে।”

এর আগে বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত সরকারের কাছে করোনার ভ্যাকসিন কানাডায় পাঠানোর জন্য আবেদন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতের তরফ থেকে যথাসম্ভব সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। ডিসেম্বর প্রথমের দিকে কানাডার প্রধানমন্ত্রীর তরফ থেকে ভারতের কৃষকদের আন্দোলনের সমর্থন করা হয়েছিল। আর এরপর থেকে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরে। ভারত এই বিষয়ে কানাডার কূটনৈতিকবীদদের তলব পর্যন্ত করেছিল আর বলেছিল যে, তাঁরা যেন ভারতের অভ্যন্তরীণ মামলায় দখল না দেয়।

X