বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (Coronavairas) খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস ভারতে (India) ছড়িয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২ এবং ইতিমধ্যেই মারা গেছেন ৩ জন। কলকাতায়ও থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে মিলেছে এই ভাইরাস। চিকিৎসারত অবস্থায় রয়েছে ওই পরিবারের সকলে। লাদাখের লেহ অঞ্চলের এক জওয়ানের দেহ মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। এই পরিস্থিতিতে সংকট দেখা দিয়েছে মাস্ক এবং স্যানেটাইজারের।
করোনা (COVID-19) নিয়ে চারিদিকেই চলছে সতর্কবার্তা। কখনও টিভিতে, কখনও ফোনের কলার টিউন হিসাবে, তো আবার কখনও ট্রেনের ভেতরেও চলছে করোনার সতর্কবার্তা। সম্প্রতি রেল কর্তৃপক্ষের তরফ থেকেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে চড়লেই আপনি শুনতে পাবেন করোনা বিষয়ক বিভিন্ন সতর্কবার্তা।
করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় মাস্ক এবং স্যানেটাইজার এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বারবার ঘুরেও পাওয়া যাচ্ছে না মাস্ক। তাই এখন আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। ঠিক এই সময়ে খুব সহজেই এবং নিখরচায় মাস্ক বানিয়ে তাক লাগিয়ে দিলেন ব্যক্তি। শুধুমাত্র রুমাল এবং দুটি রাবার ব্যান্ডের সাহায্যেই বানানো যাবে এই মাস্ক। যা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এই মাস্ক আপনিও অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া আছে।
Excellent home made mask! Use, wash, disinfect, Reuse! #covidindia pic.twitter.com/EeN1GdPiMk
— Kishore Chandran🇮🇳 (@tweetKishorec) March 17, 2020
করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদেশ থেকে কোন নাগরিক আসলে, আগেই তাকে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন বুঝলে আইসোলেশনেও রাখা হচ্ছে। সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার কথা বলা হচ্ছে। এবং বারবার সাবান বা স্যানেটাইজার দিয়ে হাত ভালো করে ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।