বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (Central Armed Police Forces) পরীক্ষা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে। যার মধ্যে রয়েছে অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সরকারি বিবৃতি অনুসারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে স্থানীয় যুবকদের উপস্থিতি বাড়ানো এবং আঞ্চলিক ভাষার ব্যবহারকে বৃদ্ধির জন্যই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “স্থানীয় যুবদের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে যোগদান করাতে এবং আঞ্চলিক ভাষার প্রচার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।”
বাংলা সহ অন্যান্য ভাষায় পরীক্ষা নেওয়ার জন্য অনেকদিন ধরেই দাবি উঠেছিল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), ইন্দো-তিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP), সশস্ত্র সীমা বল (SSB) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) রয়েছে। অর্থাৎ এই সমস্ত বাহিনীতে নিয়োগের পরীক্ষাতেই বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সিআরপিএফের সব পদের ক্ষেত্রেই যাতে ভারতের প্রত্যন্ত এলাকা থেকে যুবকরা আর্মড ফোর্সে যোগ দিতে পারেন, সেই সুযোগই করে দেওয়া হল কেন্দ্রের তরফে৷ প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি প্রবেশিকা পরীক্ষায় তামিল ভাষাকে যোগ করার আবেদন করেছিলেন যাতে প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরাও আধাসেনায় যোগ দিতে পারেন ৷