বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এই বছর ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হতে চলেছে আইপিএল। তার অন্যতম কারণ দিনের পর দিন ভারতবর্ষে করোনা সংক্রমণ বেড়েই চলেছে অপরদিকে আরব আমিরশাহীতে করোনা সংক্রমণ কম। আর তাই আইপিএলের নিরাপদ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী কে বেছে নিয়েছে বিসিসিআই।
যেহেতু এই বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে ইতিমধ্যেই প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল আমিরশাহী উড়ে গিয়েছে। অন্যান্য দলগুলির মত ইতিমধ্যে আমিরশাহী পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু এই বছর আমিশাহিতে আইপিএল হচ্ছে তাই নিজেদের ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন স্টেডিয়াম পাচ্ছে না কেকেআর।
এই কলকাতা নাইট রাইডার্স দলের প্রত্যেক ক্রিকেটারের পছন্দের স্টেডিয়াম ইডেন গার্ডেন। বিশেষ করে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের অন্যতম পছন্দের স্টেডিয়াম ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনেই খেলতে সব থেকে বেশি পছন্দ করেন দীনেশ কার্তিক। কেকেআরের প্রত্যেক ম্যাচে ইডেন গার্ডেন স্টেডিয়ামে উপচে পড়ে সমর্থকদের ভীড়। হাজার হাজার সমর্থক ইডেন গার্ডেনে কেকেআরের জন্য গলা ফাটায় কিন্তু এইবার ইডেন গার্ডেন্সে একটিও ম্যাচ খেলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। আর তাই কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম এবং সমর্থকদের খুবই মিস করবেন দীনেশ কার্তিক।
কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন, এইবার কলকাতায় আমরা খেলতে পারছি না। আমরা খুবই মিস করবো কলকাতার সমর্থকদের তবে আমরা জানি তারা ঘরে বসেই আমাদের সমর্থন করবেন। করোনা মহামারীর জন্য সারা বিশ্বের মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে এর থেকেও কঠিন পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসীর। কারণ করোনা মহামারীর মধ্যেই আমফান ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। আর তাই পশ্চিমবঙ্গবাসীর দুঃখের সময় কিছুটা আনন্দ দেওয়ার জন্য এবার ট্রফি জিততে চাই কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।