বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক চাকুরিজীবীকেই তাঁদের কর্মজীবন থেকে একদিন না একদিন অবসর (Retirement) নিতেই হয়। এমতাবস্থায়, দীর্ঘদিনের কর্মজীবনের সফর শেষ হয়ে যাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। পাশাপাশি, নিতে হয় অবসরজীবনের প্রস্তুতিও। এমতাবস্থায়, বর্তমানে একটি ভিডিও তুমুল ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা গিয়েছে, বাবার কর্মজীবন থেকে অবসর নেওয়ার শেষ দিনে তাঁকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন পাইলট কন্যা। আর তখনই যাত্রীদের উদ্দেশ্যে ওই আবেগঘন বিষয়টি ভাগ করে নেন তিনি। যা শুনে বিহ্বল হয়ে পড়েন সকলেই।
ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন বাবা: মূলত, পুরো বিষয়টি উপস্থাপিত করেছেন ইন্ডিগোতে ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত ক্যাপ্টেন চানু ভাস। তাঁর বাবা ক্যাপ্টেন সি কে ভাস সম্প্রতি দিল্লির হিমাল্যাপুত্র অ্যাভিয়েশন লিমিটেডের হেলিকপ্টারের পাইলটের পদ থেকে অবসর নিয়েছেন। শুধু তাই নয়, তিনি দীর্ঘ ৪৩ বছর যাবৎ পাইলট হিসেবে দক্ষতার সাথে কাজ করছিলেন। পাশাপাশি, তিনি ভারতীয় বিমান বাহিনীর সাথেও যুক্ত ছিলেন।
এদিকে, তাঁর অবসরের দিন ক্যাপ্টেন সি কে ভাসের কনিষ্ঠা কন্যা ক্যাপ্টেন চানু ভাস ইন্ডিগোর প্লেনটিতে তাঁর বাবাকে রায়পুর থেকে নয়াদিল্লিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায়, চানু ওই দিনটিকে তাঁর কাছে একটি “বিশেষ দিন” এবং “একটি আবেগপূর্ণ দিন” বলে অভিহিত করে তাঁর বক্তব্য শুরু করেন।
বাবার অবসরের কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি: বিষয়টি যাত্রীদের জানানোর সময়ে চানু আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, “আমি প্রাক্তন ভারতীয় বায়ুসেনা অফিসার এবং আমার বাবা…ক্যাপ্টেন চন্দ্র কান্ত ভাসকে সঙ্গে নিয়েই আজ উড়ছি। এটি তাঁর জন্য একটি বিশেষ দিন। কারণ তিনি দীর্ঘ ৪৩ বছর যাবৎ উড়ানের পর আজ অবসর নিচ্ছেন। তিনি ভারতীয় বিমান বাহিনীতে ২৭ বছর ছিলেন। এটি সত্যিই একটি আবেগপূর্ণ দিন। তিনি একজন হেলিকপ্টার পাইলট।”
পাশাপাশি, চানু আরও জানান তিনি তাঁর বাবাকে এবার “হোম বেসে” ফিরিয়ে আনছেন। তাঁর মতে, “বাবার কর্মজীবনের শেষ দিনে তাঁকে তাঁর হোম বেসে ফিরিয়ে আনা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। কাজের প্রতি অনুপ্রেরণা এবং শক্তির সাথে প্রতিশ্রুতিবদ্ধ কেরিয়ার গড়ে তোলার জন্য আমি বাবাকে অভিনন্দন জানাই। আমরা তোমাকে নিয়ে খুব গর্বিত। আমরা তোমার একটি খুব সুখী এবং একটি সুস্থ অবসর জীবনের কামনা করি। একই উদ্দীপনা এবং আবেগের সাথে এই নতুন অধ্যায়টি উপভোগ করো। আমি যে এতটা আবেগপ্রবণ হতে চলেছি তা জানতাম না। বাবাকে দেখে আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি।”
এদিকে, এই বিশেষ মুহূর্তটিকে করতালির মাধ্যমে মুখরিত করে তোলেন সেখানে থাকা বাকি যাত্রীরা। পাশাপাশি, তাঁরা ক্যাপ্টেন চন্দ্র কান্ত ভাসকে তাঁর অবসর জীবনের জন্য শুভকামনাও জানান। এমতাবস্থায়, তিনিও সকল যাত্রীদের ধন্যবাদ জানান। এদিকে, এই ভিডিওটিই এখন তুমুল ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। বাবার অবসরের দিনটিকে পাইলট কন্যা যেভাবে “স্পেশাল” করে তুললেন তা দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরাও।