স্তব্ধ বুধের ব্যস্ত শহর! ভয়ঙ্কর দুর্ঘটনা মা উড়ালপুলে, রক্তারক্তি কাণ্ড

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার ফিরে এলো মা উড়াল্পুলের (Maa Flyover) সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। এক মাসের মাথায় একই জায়গায় আবার ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে আচমকায় সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলে (Maa Flyover) এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বুধের ব্যস্ত শহর। বেশ কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল যান চলাচল।

মা উড়াল্পুলে (Maa Flyover) আবার ভয়াবহ দুর্ঘটনা

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে এদিন সকালে দ্রুত গতিতে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ট্যাক্সির পিছনে। আহত হয়েছেন গাড়ির চালক। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় দুর্ঘটনা স্থলে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে  আসেন প্রগতি ময়দান থানার পুলিশ।

এই দুর্ঘটনার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই গাড়িটি আচমকাই মা উড়াল্পুলে (Maa Flyover) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তারপরেই সামনে থাকা ট্যাক্সিতে সজোরে এসে ধাক্কা মারে। এই সময়  গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে  গিয়েছে গাড়ির সামনের অংশ। জানা যাচ্ছে চালকের আসনে থাকা ব্যক্তি চোট পেলেও তার আঘাত গুরুতর নয়। চিকিৎসার জন্য চালককে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : বাংলার মানুষের কাছে এই কাজের জন্য ক্ষমা চাইলেন মোদী, ঠিক কী করেছেন প্রধানমন্ত্রী?

অন্যদিকে জানা যাচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে দুর্ঘটনার স্থল থেকে গাড়িটিকে সরিয়ে নিয়ে গিয়েছেন। সেই খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থল। এদিন কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার  তারই তদন্ত নেমেছে পুলিশ।দুর্ঘটনার পর সায়মিকভাবে যান চলাচল ব্যাহত হলেও দুর্ঘটনা স্থল থেকে পুলিশ গাড়িটি সরানোর সাথে সাথেই যান চলাচল আবার স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Accident

প্রসঙ্গত মাস খানেক আগে এই মা উড়ালপুলের আরও একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারার সাথে সাথে বাইকসহ আরোহী উড়ালপুল থেকে নীচে ছিটকে নিচে পড়ে যায়। সেখানেই মৃত্যু হয়েছিল তার। আর এই ঘটনার একমাস যেতে না যেতেই আরও একবার দুর্ঘটনা ঘটে গেল মা উড়ালপুলেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর