রাতে গাড়ি চালানোর সময়ে মাথায় রাখুন এই ৪ টি টিপস! সহজেই এড়ানো যাবে বড় বিপদ

বাংলা হান্ট ডেস্ক: রাত হলেই অনেকেই শান্তির খোঁজে বেরিয়ে পড়েন রাস্তায়। আর নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই। রাতের ফাঁকা রাস্তায় একদম হাইস্পিডে গাড়ি ছোটানো যায়। আর সাথে গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম লাগিয়ে নিয়ে যদি নিজের পছন্দের সড়কে গাড়ি চালানো যায়, তাতে মন্দ লাগে না। কিন্তু বেশিরভাগ সময় রাতের রাস্তাতেই দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফাঁকা রাস্তাতে ঝড়ের গতিতে গাড়ি চালাতে (Car Driving) গিয়ে, জীবন গিয়ে ঠেকে যমের দুয়ারে।

তাই রাতের বেলা গাড়ি চালানোর (Car Driving) সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলেন সকলে। এই সময় একটু অন্যমনস্ক হলেই, বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারে। সেজন্য রাতের বেলা গাড়ি চালানোর (Car Driving) সময় দুর্ঘটনা এড়াতে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করুন।

ঠিক কি কি সর্তকতা অবলম্বন করলে গাড়ি (Car Driving) দুর্ঘটনা এড়ানো যাবে:

১) গাড়ির হেডলাইট পরিষ্কার: রাত হোক কিংবা সকাল সর্বদা গাড়ির হেডলাইট যেন পরিষ্কার থাকা জরুরি। গাড়ির হেডলাইট পরিষ্কার না থাকলে, তাতে ধুলোর স্তর জমে গেলে, আলো ঠিকঠাক ভাবে বিচ্ছুরিত হতে পারে না। আর এর ফলে উল্টো দিক থেকে গাড়ি আসলেও বোঝা মুশকিল হয়ে পড়ে। এতে করেই ঘটে যায় দুর্ঘটনা। তাই সর্বদা গাড়ির হেডলাইট পরিষ্কার রাখা উচিত।

Car driving tips for night driver.

 

২) জোরালো আলো: এমন কোন জায়গায় গেছেন হয়তো সেটি নির্জন, কিংবা অন্ধকারপূর্ণ সে সব ক্ষেত্রে জোরালো আলো জ্বালানো উচিত। বিশেষ করে কোন বন কিংবা মাঠে ঘাটের দিকে গেলে জোরালো আলোর প্রয়োজন পড়ে। কারণ রাস্তায় কমা আলো থাকার ফলে পরিষ্কার কিছু দেখা যায় না। এতে করে সামনে কি আসছে না আসছে বোঝা দায় হয়ে পড়ে। তাই এমন অন্ধকারপূর্ণ জায়গায় সর্বদা গাড়ির জোরালো আলো ব্যবহার করুন।

আরও পড়ুন: তাঁর দল পাচ্ছে বাড়তি সুবিধা! চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি

৩) হেডলাইটের আলো: গাড়ি চালানোর (Car Driving) সময় যদি উল্টো দিক থেকে যদি কোন গাড়ি আসে, তাহলে সরাসরি হেডলাইটের দিকে তাকাবেন না। হেডলাইট থেকে বিচ্ছুরিত আলো আপনার দৃষ্টিতে সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় এই কারণে বড়সড় দুর্ঘটনাও ঘটে যায়। তাই সর্বদা উল্টো দিক থেকে গাড়ি আসতে দেখলে একটু উপরের দিকে তাকাবেন।

আরও পড়ুন: রতন টাটার পরিকল্পনা বাস্তবায়িত করল টাটা গ্রুপ! এয়ার ইন্ডিয়ার সাথে সংযুক্ত হল ভিস্তারা

৪) বাহারি আলোর সাজ থেকে দূরে: অনেকেই গাড়ি বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজিয়ে থাকেন। কেউ কেউ আবার গাড়ি সাজানোর জন্য বাহারি আলোর ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ির মধ্যে বাহারি আলো বন্ধ রাখা উচিত। এতে করে গাড়ি চালানোতে (Car Driving) ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন। পাশাপাশি বাহারি আলোর কারণে চোখে যে সমস্যা সেটাও কেটে যাবে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর