৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কমতে পারে দাম! কেন্দ্রের ঘোষণায় এক ধাক্কায় সস্তা হতে পারে চারচাকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। পুজোর পরপর থাকছে ধনতেরাস, দীপাবলি। সেই উপলক্ষে অনেকেই মূল্যবান ধাতু বা গাড়ির (Car Price) মতো জিনিস কিনে থাকেন। আর এবার স্বাধীনতা দিবসে যে বড় আভাস মিলেছে তা সত্যি হলে গাড়ি (Car Price) প্রেমীদের কার্যত সোনায় সোহাগা হতে চলেছে।

দীপাবলির আগে কমতে পারে গাড়ির দাম (Car Price)

গুঞ্জন বলছে, দীপাবলির আগেই জিএসটিতে বড় বদল আসতে চলেছে। আর জিএসটিতে সরলীকরণ হলে অটোমোবাইল সেক্টরেও বড় প্রভাব পড়তে পারে। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, জিএসটি কাঠামোতে পরিবর্তন আসতে চলেছে। আর তেমনটা হলে জিএসটি স্ল্যাব ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশতে নিয়ে আসতে পারে কেন্দ্র।

Car Price may fall before diwali

বদলাতে পারে জিএসটি কাঠামো: উল্লেখ্য, এই ২৮ শতাংশ স্ল্যাবের মধ্যেই পড়ে অটোমোবাইল সেক্টর (Car Price)। যদি ২৮ শতাংশ স্ল্যাব সরে যায়, তবে ১৮ শতাংশ জিএসটি বসবে অটোমোবাইল সেক্টরে। জিএসটির উপরে আবার ২৯-৫০ শতাংশ পর্যন্ত সেস বসে। কিন্তু জিএসটি কাঠামোয় বদল হলে অতিরিক্ত সেস কাটা যাবে।

আরও পড়ুন : ‘শুধু আমেরিকাকে জানিয়েছিলাম’, ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে সুর বদল পাক বিদেশমন্ত্রীর

কমবে গাড়ির দাম: ওয়াকিবহাল মহল বলছে, নতুন কর কাঠামোয় ছোট গাড়ির (Car Price) উপর থেকে জিএসটি ২৮ থেকে কমে ১৮ শতাংশ হতে পারে। তবে অন্যদিকে সেস ছাড়া ৪০ শতাংশ জিএসটি বসতে পারে বড় গাড়িতে। সেক্ষেত্রে নতুন কর কাঠামোয় ছোট গাড়ির (Car Price) দাম ৮ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আর বড় গাড়ির দামে ৩-৫ শতাংশ পতন হতে পারে।

আরও পড়ুন : বিমান ধরার তাড়া? ইয়েলো-অরেঞ্জ-গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন? এল বড় আপডেট

কেন্দ্রের তরফে জিএসটি কমানো হলে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো সংস্থাগুলির লাভ হবে। রিপোর্ট বলছে, অটোমোবাইল সেক্টরে জিএসটি থেকে ১৪-১৫ বিলিয়ন ডলার আয় হয় কেন্দ্রের। আর দু চাকা গাড়ির ক্ষেত্রে জিএসটি বাবদ আয় হয় প্রায় ৫ বিলিয়ন ডলার।