১ এপ্রিল থেকেই গাড়ি কিনতে গেলে পকেটে পড়বে টান! কতটা বাড়বে দাম? জানিয়ে দিল সংস্থাগুলি

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Toyota Kirloskar মোটরের গাড়ি। বৃহস্পতিবার কোম্পানিটির তরফে এই বিষয়টি সামনে আনা হয়েছে। অর্থাৎ ৩১ মার্চের আগে Toyota-র গাড়ি আপনি কম দামে পেতে পারেন। এদিকে, আগামী মাস থেকে কোম্পানি তাদের গাড়ির দাম ১ শতাংশ বৃদ্ধি করবে।

উল্লেখ্য যে, এই দাম বৃদ্ধির পেছনে ক্রমবর্ধমান ইনপুট খরচকে কারণ হিসেবে দেখানো হয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপর। জানিয়ে রাখি যে, Toyota বর্তমানে ভারতে Glanza থেকে শুরু করে Fortuner সহ মোট ১১ টি গাড়ি বিক্রি করে।

Car prices are going to increase from April 1.

দাম বাড়বে Kia-র গাড়িরও: এদিকে, সম্প্রতি Kia ইন্ডিয়া ঘোষণা করেছে যে তাদের গাড়ির দাম ১ এপ্রিল থেকে ৩ শতাংশ বাড়বে। উল্লেখ্য যে, Kia বর্তমানে ভারতে মোট ৩ টি গাড়ি বিক্রি করে। যার মধ্যে রয়েছে Sonet, Seltos এবং Carens৷

আরও পড়ুন: শ্রেয়স, ঈশান অতীত! এবার বোর্ডের তোপের মুখে টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার, মিলবে কড়া শাস্তি

এদিকে, এই সংস্থার তরফেও দাম বৃদ্ধির জন্য ইনপুট খরচ এবং পণ্যের দাম বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। তবে, এই বছর কোম্পানিটি প্রথমবারের মতো দাম বাড়ালেও আগামী কয়েক মাসের মধ্যে আবারও দাম বাড়ানো হতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে।

আরও পড়ুন: পর্যটন, শিক্ষার হাল অবনতির পর দেশে আরেকটি মহাসংকট! তৃষ্ণায় হাহাকার মলদ্বীপে

অন্যান্য কোম্পানিও ঘোষণা করতে পারে: Toyota এবং Kia ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের গাড়িগুলি ১ এপ্রিল থেকে ব্যয়বহুল হয়ে উঠবে। তাই অনুমান করা হচ্ছে যে Maruti Suzuki, Hyundai Motor India, Honda Cars, Skoda, Renault, Audi, BMW এবং Mercedes-Benz-এর মতো অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও শীঘ্রই তাদের গাড়ির দাম বৃদ্ধির বিষয়টি ঘোষণা করতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর