শ্রেয়স, ঈশান অতীত! এবার বোর্ডের তোপের মুখে টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার, মিলবে কড়া শাস্তি

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ক্রিকেটার হনুমা বিহারীকে (Hanuma Vihari) রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশ দলের নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে টুর্নামেন্টের মাঝপথেই দলের অধিনায়কত্ব ছেড়ে দেন হনুমা। এরপরে টুর্নামেন্ট শেষ হয় এবং হনুমাও অন্ধ্র ক্রিকেটের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন করেন। হনুমার তরফে বলা হয়, অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে অধিনায়কত্ব ছাড়ার জন্য চাপ দিয়েছিল। যার কারণে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। এরপরে এখন অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন হনুমা বিহারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

হনুমার বেড়েছে চিন্তা: মিডিয়া রিপোর্ট অনুসারে, হনুমা বিহারী অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরে এবং বোর্ডকে অভিযুক্ত করার পরে, অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং বলেছে যে নোটিশ জারির পরে আশা করা হচ্ছে ওই খেলোয়াড় তাদের সাথে এগিয়ে আসবে।

এদিকে, ওই বোর্ডের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, “হ্যাঁ, আমরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি এবং আমরা তাঁর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।” মূলত, এটির মাধ্যমে হনুমা যে অভিযোগগুলি করেছিলেন সেগুলি ফের সামনে আনার সুযোগ মিলবে।

আরও পড়ুন: পর্যটন, শিক্ষার হাল অবনতির পর দেশে আরেকটি মহাসংকট! তৃষ্ণায় হাহাকার মলদ্বীপে

অধিনায়কত্ব ছাড়ার পর কি জানিয়েছিলেন হনুমা: অধিনায়কত্ব ছাড়ার সময়ে, হনুমা বিহারী ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বলেছিলেন যে, “আমি শেষ অবধি কঠোর লড়াই করেছি, তবে এটি হওয়ার মতো ছিল না। অন্ধ্রের কাছে আরেকটি কোয়ার্টারে হারতে হতাশ। এই পোস্টটি আমি সামনে রাখতে চাই এমন কিছু তথ্য নিয়ে। সেই সময়ে আমি বেঙ্গলের বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম। ম্যাচে আমি একজন খেলোয়াড়কে দেখে চিৎকার করেছিলাম এবং সে তার বাবার কাছে অভিযোগ করেছিল (যিনি একজন রাজনীতিবিদ), তার বাবা অ্যাসোসিয়েশনকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন।”

আরও পড়ুন: “ভারতের সাথে….”, নিজ্জার হত্যাকাণ্ডে চাপে পড়ে সুর নরম ট্রুডোর

এদিকে, অন্ধ্র ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করার সময়ে হনুমা বিহারী একটি পোস্ট শেয়ার করেছিলেন যাতে তিনি বলেছিলেন যে, “আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনোই অন্ধ্রের হয়ে খেলব না, যেখানে আমি আমার আত্মসম্মান হারিয়েছি। আমি দলকে ভালোবাসি। প্রতি মরশুমে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তা আমি পছন্দ করি। কিন্তু অ্যাসোসিয়েশন আমাদের উন্নতি করতে চায় না।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর