নিজের কণ্ঠে র‍্যাপ গান গাইলেন ইউটিউবার ক‍্যারিমিনাতি, দিলেন বিতর্কের যোগ‍্য জবাব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ‘লার্জেস্ট’ ইউটিউবারের (youtube) তকমা পেলেন ক‍্যারিমিনাতি (carryminati)। তাঁর ইউটিউব ভার্সেস টিকটক ভিডিওটি ইউটিউবের তরফ থেকে ডিলিট করে দেওয়ার পরে মুখ খুলেছিলেন ক‍্যারিমিনাতি ওরফে অজেয় নগর। তাঁর সমর্থনে রীতিমতো উদ‍্যোগ নিয়ে টিকটকে কম রেটিং দেওয়া শুরু হয়। সেই আগুনে ঘি দেয় চিনা দ্রব‍্য বয়কটের ডাক।
বেশ অনেকদিন পর ফের একটি নতুন ভিডিও নিয়ে এলেন ক‍্যারি। তবে এবারে কোনও ‘রোস্টিং’ ভিডিও নয়, বরং নিজের কণ্ঠে গাওয়া একটি র‍্যাপ গানের ভিডিও পোস্ট করেছেন তিনি। গানের নাম ‘ইয়লগার’। নিজেই পুরো গানটি গেয়েছেন ক‍্যারিমিনাতি।


গানের মাধ‍্যমেই এতদিনের যাবতীয় অপমানের বদলা নিয়ে নিয়েছেন ক‍্যারিমিনাতি। তা গানের কথাগুলির মধ‍্যেই স্পষ্ট। যতই তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক তিনি নিজের কাজটা ঠিকই করে যাবেন, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন এই ইউটিউবার।
ভিডিওটি নিজের ইউটিউব চ‍্যানেলে শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ‍্যেই ২৪ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। লাইক পড়েছে ৪.৪ মিলিয়ন। নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক‍্যারিমিনাতিকে।

সম্প্রতি টিকটক ভার্সেস ইউটিউব: দ‍্য এন্ড ভিডিওটি ইউটিউব ব‍্যান করে দেওয়ার পরে নতুন ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার অজেয় নগর ওরফে ক‍্যারিমিনাতি। তাঁর আগের ভিডিও নিয়ে নানা মন্তব‍্য করা হচ্ছে কিন্তু তা সবই ভুল বুঝে। তাঁর কথার ভুল অর্থ বের করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেন তিনি।

X