এবার খোদ বিচারপতির বিরুদ্ধে মামলা! বিপাকে জাস্টিস অমৃতা সিনহা? তোলপাড় রাজ্য!

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দুঁদে বিচারপতিদের মধ্যে একজন হলেন অমৃতা সিনহা। একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এতদিন অবধি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনতেন জাস্টিস সিনহা। তবে সম্প্রতি হাই কোর্টের ‘রস্টার’ পরিবর্তন হয়েছে। সেখানে তাঁর হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তি! বিচারপতি সিনহার (Justice Amrita Sinha) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে।

হাই কোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী ১০ জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণত ছুটির পর আদালতের বিচারপতিদের ‘রস্টার’ পরিবর্তন হয়। এবারও তার অন্যথা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি (Police) নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে।

গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকেই এই মামলাগুলির বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহার। তবে সেই মামলাতেই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হল। জানা যাচ্ছে, হাই কোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুনঃ এক ঝটকায় কমবে গরম! আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, সুখবর দিল হাওয়া অফিস

উল্লেখ্য, এর আগে একটি পারিবারিক মামলায় প্রশ্নোত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে দু’বার মতো তলব করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ CID। প্রতাপচন্দ্রের অভিযোগ ছিল, প্রশ্নোত্তরের নামে তাঁকে হেনস্থা করছে পুলিশ। কয়েকদিন আগে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ওই মামলার নিষ্পত্তি করেছে।

Calcutta High Court Justice Amrita Sinha

এদিকে যে বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর হাতে পুলিশের মামলার বিচারভার তুলে দিলে তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারী। আর সেই নিয়ে প্রশ্ন তুলেই আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। আজ এই মামলার শুনানি হলে কী নির্দেশ দেওয়া হয় আপাতত সেদিকেই নজর থাকবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর