SIR প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হাইকোর্টে! কেন

Published on:

Published on:

calcutta high court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ আর তারপরই SIR আবহে নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের (OBC Certificate) ব্যবহার বন্ধ হোক, এই আর্জি জানিয়েই মামলা দায়ের হয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালতে। ইতিমধ্যেই জরুরি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও৷ আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের দাবি নিয়ে মামলা | Calcutta High Court

মামলাকারীর বক্তব্য, ২০১০ থেকে রাজ্যের কোনও OBC সার্টিফিকেটকে এসআইআর-এর নথি হিসেবে ধরা যাবে না বলে হাইকোর্টের নির্দেশ রয়েছে। SIR পর্বেও ২০১০-২০২৪ এই সময়ের ওবিসি শংসাপত্রকে যাতে মান্যতা না-দেওয়া হয়, সেই বিষয়ে কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলেও নির্বাচন কমিশন সেই বিষয়ে কোনও পদক্ষেপ না-করায় আদালতে মামলা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত বছর ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।

সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়।আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০ সালের পর যেসব ওবিসি শংসাপত্র তৈরি হয়েছে তা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ১৯৯৩ সালের আইন মানা হয়নি। জল গড়ায় সর্বোচ্চ আদালতেও। আদালত ফের রাজ্যকে ফের সমীক্ষা করার নির্দেশ।

রাজ্য নয়া ওবিসি সংরক্ষণের তালিকা তৈরি করলে ফের সেই নিয়ে মামলা হয়। হাইকোর্ট ফের স্থগিতাদেশ জারি করলে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

Calcutta High Court

আরও পড়ুন: ‘আমিই বলির পাঁঠা!’ দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপুটে TMC নেতার, ভোটের আগে তোলপাড় কাণ্ড

রাজ্যের সেই মামলা বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হাইকোর্টে দায়ের আরেক মামলা। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে৷ এবার শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া৷ শুনানি পর্বে রাজ্যে প্রমাণ হিসাবে কমিশন যে ১৩টি নথির কথা বলেছে তার মধ্যে রয়েছে ওবিসি’র জাতিগত শংসাপত্রও। ওই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটের ব্যবহার বন্ধের আবেদন জানিয়েই মামলা উচ্চ আদালতে।