আর কয়েক ঘণ্টা! ‘হাইভোল্টেজ’ মঙ্গল নিয়ে জোড়া চাপে রাজ্য সরকার, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?

বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ মঙ্গলবার। আগামীকাল ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের (Supreme Court) দুটি মামলার শুনানি। একটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (Dearness Allowance DA Case)। অন্যদিকে এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলা (SSC Recruitment Scam Case)। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক সহ সকলের নজর এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকে। একই দিনে জোড়া মামলায় রাজ্যের চাপ কার্যত দ্বিগুন।

আগামীকাল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। আগে ছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সর্বোচ্চ আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটির ক্রমতালিকা ১। সকাল ১০.৩০ নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওদিকে ডিএ মাললাটিরও কজলিস্ট প্রকাশ হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি প্রথমার্ধের একদম শেষ হিসাবে অবস্থান করছে। অর্থাৎ ১০.৩০ থেকে দুপুর ১ টার মধ্যে ওঠার কথা। ২.০০ পরবর্তী ৪৬ নম্বর থেকে তা শুনবে বলে সম্পূর্ণ কজলিস্ট সেই কথাই বলে দিচ্ছে।

মঙ্গলবার ৪৫ নম্বরে আছে ডিএ মামলা। মামলাটি উঠবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে। সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে।

ssc recruitment scam

আরও পড়ুন: মা-বাবার ভরণপোষণ না করলে হাতছাড়া হবে সম্পত্তি! এবার কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

এই দুই মামলাতেই এক পক্ষে রয়েছে রাজ্য সরকার। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। অন্যদিকে গত বছর এপ্রিল মাসে ২৬ হাজার চাকরি বাতিল মামলাতে হাইোকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দরজায় গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

da case

এর আগে মোট ১৩ বার সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়েছে ডিএ মামলার (DA Case) শুনানি। এবারে কি কোনো সুরাহা হবে? আদালতের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা। ওদিকে এসএসসি মামলার আগের শুনানিতে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি। সেটা কি করতে পারবে রাজ্য? শুধুমাত্র অযোগ্য? না যোগ্য- অযোগ্য সকলের চাকরি যাবে? মামলার রায় কোন দিকে ঘুরবে সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর