বাংলাহান্ট ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra) প্রচারের জন্য একটি ভিডিওতে বিখ্যাত কন্নড় ছবি ‘কেজিএফ ২’-এর গান ব্যবহার করা হয়েছিল। এর ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বত্ব ভঙ্গের মামলা করল বেঙ্গালুরুর ‘এমআরটি মিউজিক’ নামে একটি সংস্থা।
একইসঙ্গে সুপ্রিয়া শ্রীনাত ও জয়রাম রমেশের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। তাদের দাবি, রাহুল গান্ধীরা (Rahul Gandhi) ‘কেজিএফ ২’-এর গান ব্যবহার করার জন্য কোনওরকম অনুমতি নেননি। ফলে, স্বত্ব ভঙ্গ করেছেন কংগ্রেস নেতারা।
‘এমআরটি মিউজিক’ নামক সংস্থাটি আরও দাবি করেছে, ওই ছবির গানের স্বত্ব কেনার জন্য প্রচুর টাকা বিনিয়োগ করেছে তারা। তাই ‘কেজিএফ ২’-এর কোনও গান কোথাও ব্যবহার করতে গেলে তাদের থেকে অনুমতি নিতে হবে।
https://twitter.com/INCIndia/status/1579838167217188865
শুক্রবার কংগ্রেসের এই তিনজন নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৩, ধারা ৪৬৫, ধারা ১২০, ধারা ৩৪ অনুযায়ী, তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৬ এবং কপিরাইট আইন ১৯৫৭-এর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।
ওই সঙ্গীত সংস্থার আইনজীবী নরসিংহ সম্পত জানান, রাহুল গান্ধী, জয়রাম রমেশ ও সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে মূলত ‘এমআরটি মিউজিক’ মালিকানাধীন গানের বেআইনি এবং প্রতারণামূলক ব্যবহারের মামলা করা হয়েছে।
তিনি আরও জানিয়েছন, কংগ্রেস যেভাবে ওই গানটি তাদের ভিডিওতে ব্যবহার করেছে, তা সম্পূর্ণ বেআইনি। যদিও কোনও রাজনৈতিক দলের মানহানী করা নয়, বরং সংস্থার অধিকার সুরক্ষিত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছে এমআরটি মিউজিক।