বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন দীপক অধিকারী ওরফে দেব (Dev)। নিজ কেন্দ্র ঘাটালের পাশাপাশি রাজ্যের আরও নানান কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে। এরই মাঝে অস্বস্তিতে পড়লেন তিনি! ঘাটালের বিদায়ী সাংসদের এক ‘খাস’ লোকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা।
দেবের এক ‘ঘনিষ্ঠে’র বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। মামলাকারীর অভিযোগ, চাকরি দেবেন বলে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নেন সহকারী রমাপদ মান্না। কিন্তু টাকা পেয়ে গেলেও চাকরি দেননি তিনি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন সেই ব্যক্তি।
মামলাকারীর দাবি, পুলিশ তাঁর অভিযোগ নেয়নি। সেই কারণে এবার সোজা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। অভিযোগকারী এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছেন। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য, কী উঠে এল তাতে?
মামলাকারী জানিয়েছেন, ঘটনাটি ২০২২ সালের এপ্রিল মাসের। তাঁর অভিযোগ, মেয়ের যাতে আশাকর্মী পদে চাকরি হয়ে যায় সেই জন্য রমাপদকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু লক্ষাধিক টাকা নেওয়ার পরেও কাজের কাজ কিছুই হয়নি! চাকরি পাওয়া তো দূর, উল্টে যে টাকা দিয়েছিলেন সেটাও ফেরত দেওয়া হয়নি তাঁকে।
অভিযুক্ত অবশ্য দাবি করেছেন, তিনি এই ধরণের ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল নন। গঙ্গেশ সাঁতরা নামের অভিযোগকারীকে তিনি চেনেন না বলেও দাবি করেন। অন্যদিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার এই অভিযোগ সামনে আসার পর ঘাটালের তৃণমূল প্রার্থীকে এই নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল।
দেব স্পষ্ট বলেছিলেন, তদন্ত হবে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই অভিযুক্তের শান্তি হবে। এবার সেই মামলা নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিযোগকারী। ভোটের মধ্যে এই ঘটনার জেরে দেবের অস্বস্তি বাড়ল বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।