বাংলাহান্ট ডেস্ক : নবান্ন অভিমান নিয়ে বিতর্ক অব্যাহত। অভিযান রুখতে হাইকোর্টে (Calcutta High Court) একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যদিও শেষমেষ কোনোটাই ধোপে টেকেনি। আদালতের (Calcutta High Court) তরফে নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হয়। তা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কয়েকজন আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরজিকরের নিহত চিকিৎসকের বাবা মায়ের উপরেও উঠেছে পুলিশি লাঠিচার্জের অভিযোগ।
নবান্ন অভিযান নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)
আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়। আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠবে এই মামলা। অভিযোগ, হাইকোর্ট (Calcutta High Court) নবান্ন অভিযানের অনুমতি দিলেও ধর্মতলা চত্বরে পুলিশ আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়।
লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে: আরজিকরের নিহত চিকিৎসকের বাবা মা এদিন যোগ দিয়েছিলেন নবান্ন অভিযানে। তাঁদের উপরে পুলিশি হামলার অভিযোগ ওঠে। লাঠিচার্জে আহত হন অভয়ার মা, তাঁর হাতের শাঁখা ভেঙে যায় বলেও অভিযোগ। আরও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। তারপরেই কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ।
আরও পড়ুন : ৯ বছর পর দেবের কাছে ফিরেছেন শুভশ্রী, মুক্তির আগেই টলিউডে রেকর্ড ‘ধূমকেতু’র
কী অভিযোগ উঠেছে: বুধবার এই এফআইআর খারিজের জন্য মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী ময়ুখ মুখোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলার অনুমতি দেওয়ায় আজ তাঁর এজলাসে উঠবে মামলাটি।
আরও পড়ুন : ভিড় ট্রেনে গুঁতোগুঁতির দিন শেষ, বারাসত পর্যন্ত চালু হচ্ছে মেট্রো! কবে উদ্বোধন?
মামলাকারীর অভিযোগ, হাইকোর্ট অনুমতি দেওয়ার পরেও শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ নির্দেশ লঙ্ঘন করেছে। পাশাপাশি নিরীহ আন্দোলনকারীদের উপরে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশের পালটা দাবি, আদালতের নির্দেশ আন্দোলনকারীরা মানেননি। তাঁরাই আক্রমণ করেছেন পুলিশকে। বেশ কিছু প্রমাণও পেশ করেন তাঁরা সাংবাদিক বৈঠকে। এবার হাইকোর্ট এই মামলায় কী রায় দেয় সেটাই দেখার।