বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোতে সরকারি অনুদান ঘিরে বিতর্ক নতুন নয়। আগেও এই ঘটনা নিয়ে একাধিকবার মামলা হয়েছে। সম্প্রতি আবারও সেই অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
চলতি সপ্তাহে অনুদান মামলার শুনানি সম্ভাবনা হাই কোর্টে (Calcutta High Court)
আইনজীবী শামিম আহমেদ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই একই বিষয়ে আরেকটি মামলা হয়েছিল, সেই মামলার সঙ্গেও নতুন মামলার শুনানি একত্রিত হতে পারে।
১০ হাজার থেকে অনুদান বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার টাকা
দুর্গাপুরের এক বাসিন্দা আগেও এই অনুদানের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০২২ সালেও কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) অনুদানের বিরোধিতা করে মামলা হয়েছিল, যেখানে আদালত কিছু শর্ত বেঁধে দিয়েছিল। যেমন, পুজো কমিটিগুলিকে ইউটিলাইজ়েশন সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ। উল্লেখ্য, ২০১৮ সালে ১০ হাজার টাকা অনুদান দিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল, যা ধাপে ধাপে বাড়তে বাড়তে বর্তমানে লাখ টাকার উপরে পৌঁছেছে।
এই বছর পুজো কমিটিগুলিকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড়, ফায়ার লাইসেন্স-সহ একাধিক সরকারি ফি মকুব করা হয়েছে। তবে বিরোধীরা ও মামলাকারীরা প্রশ্ন তুলেছেন, সরকারি তহবিল থেকে ধর্মীয় উৎসবে অনুদান দেওয়া কতটা সংবিধানসঙ্গত।
আরও পড়ুনঃ SSC অভিযানে পুলিশের উপর হামলার পরিকল্পনা? অডিও রেকর্ড শুনিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের
প্রসঙ্গত, দুর্গাপুজোয় সরকারি অনুদান ঘিরে আইনি লড়াই নতুন নয়। তবে অনুদানের অঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বাড়ছে। ২০১৮ সালে যে অনুদান ছিল ১০ হাজার, সেটা এখন ১ লাখ ১০ হাজার হয়েছে। রাজ্য সরকার কিভাবে জনগণের ট্যাক্সের টাকা এভাবে অনুদান দিয়ে খরচ করতে পারে তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। এখন এই মামলার ফলাফল কী দাঁড়ায়, তা নিয়ে সকলের চোখ হাইকোর্টের (Calcutta High Court) দিকে।