‘রিপোর্ট জমা করুন’, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা, রাজ্যকে বড় নির্দেশ দিলেন বিচারপতি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির নিয়েই এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে এই মামলায় রাজ্য ও হিডকোর থেকে হলফনামা তলব করেছে উচ্চ আদালত।

কী নিয়ে মামলা? Calcutta High Court

জানা গিয়েছে, মামলাকারীর বক্তব্য, হিডকোর অর্থ সাহায্যে দিঘায় জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। হিডকোর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী। তার কথায়, এই প্রেক্ষিতে অডিট রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে।

মামলাকারীর বক্তব্য, হিডকোর অর্থ সাহায্যে দিঘায় মন্দির গড়ে তোলা আইনের পরিপন্থী। জনগণের টাকা এভাবে ব্যবহার করা যায় না বলে আদালতে প্রশ্ন তোলেন তিনি। এদিন আদালতে হিডকোর আইনজীবীও উপস্থিত ছিলেন। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানিতে রাজ্য ও হিডকোর থেকে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, পূর্বেও হিডকো নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে মামলা। মামলাকারীর অভিযোগ ছিল, ট্রাস্টে অনুদান দিলে হিডকো অফিসের ঠিকানা দেখানো হচ্ছে। সরকার এই ভাবে মন্দির তৈরি করতে পারে কী না সেই প্রশ্ন তোলা হয়।

calcutta high court 2(1)

আরও পড়ুন: কেচাপ বা টমেটো সস নয়! বাড়িতে থাকা এই জিনিস গুলো মেশালে রান্নায় মিলবে অপূর্ব স্বাদ, জানালেন সঞ্জীব কাপুর

বলা হয়েছিল যদি সরকার মন্দির তৈরি করে তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? এদিকে পুরীর অনুকরণে দিঘার জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ অ্যাখ্যা দেওয়ার যায় কী না সেই নিয়ে প্রশ্ন তুলেও মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এবারে ফের নতুন মামলা দায়ের হল।