বাংলা হান্ট ডেস্কঃ ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ঘিরে জট। আগামী মাসের ২ তারিখ মালদহের চাঁচলের অন্তর্গত কলমবাগান ময়দানে জনসভা করতে চলেছেন বঙ্গ বিজেপির (BJP) অন্যতম নেতা শুভেন্দু অধিকারী। তবে তাতে মেলেনি পুলিসি অনুমতি। ফলত প্রতিবারের মতো এবারেও শুভেন্দুর সভা ঘিরে অনিশ্চয়তা। ইতিমধ্যেই হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
শুভেন্দুর সভা ঘিরে এবারেও জটলা! Suvendu Adhikari
সম্প্রতি ইংরেজবাজারে তৃণমূলের জনসভা থেকে মালদহ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি হুঁশিয়ারির সুরে বলেছিলেন বিরোধী দলনেতাকে মালদহে পা পর্যন্ত রাখতে দেওয়া হবে না। আর এরই মধ্যে শুভেন্দুর জনসভায় জেলা পুলিশের আপত্তি ঘিরে বিতর্ক তুঙ্গে। দুইয়ে-দুইয়ে চার দেখছে বিজেপি।
নতুন বছরের ২ তারিখ শুভেন্দু যেখানে সভা করতে চাইছেন ওই জমির মালিকের থেকে ইতিমধ্যেই একটি অনাপত্তি শংসাপত্র বা এনওসি নিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। যিনি মাঠ দেবেন, তার কোনও আপত্তি না থাকলেও পুলিশ-প্রশাসনের আপত্তিতে বিরোধী দলনেতার সভা ঘিরে অনিশ্চিয়তা।
সূত্রের খবর, সভার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে চাঁচল থানার আইসি এবং মহকুমা শাসকের কাছে যান স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পুলিশ তরফে সভার অনুমতি না মিললে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিজেপি।

আরও পড়ুন: ‘ম্যান্ডেটারি নয়’! DA নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এল বড় বার্তা
ওই নির্দিষ্ট দিনেই বিরোধী দলনেতার সভা হবে বলে মঞ্চ বাঁধার জন্য মাঠ পরিদর্শনের পর রীতিমতো চ্যালেঞ্জ করেছে বিজেপি। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একাধিক সভার ক্ষেত্রে পুলিশ অনুমতি না দিলেও হাইকোর্টে গিয়ে অনুমতি ছিনিয়ে এনে সভা করার নজির রয়েছে। এবারে কি হয় সেটাই দেখার।












