বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শেষে রাজ্যসভায় তুমুল হইচই। এমনিতে মাঝেমধ্যেই সরকার বনাম বিরোধী পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যাপক হইহট্টগোল হয়েই থাকে সংসদে। কিন্তু এদিন যা ঘটল তা একেবারে অবিশ্বাস্যকর! কোনো রাজনৈতিক তরজা নয়। তাহলে ঠিক কি হয়েছিল?
রাজ্যসভায় কংগ্রেস (Congress) সাংসদের শীতের নিচে টাকার বান্ডিল
জানা যাচ্ছে আজ, শুক্রবার রাজ্যসভায় শুরু হয় নিয়মমাফিক অধিবেশন। সব ঠিকই ছিল। অধিবেশন শেষের পরই আচমকা ছন্দপতন! চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, অনান্য দিনের মত আজও অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়। তখনই আচমকা রাজ্যসভার ২২২ সিটের নীচ থেকে বেরিয়ে আসে মোটা টাকার বান্ডিল।
ওই সিটেই বসেছিলেন কংগ্রেস (Congress) সাংসদ অভিষেক মনু সিংভি। কংগ্রেস (Congress) নেতার সিটের নীচে থেকে নোট উদ্ধার হওয়া মাত্রই সেই টাকা দ্রুত বাজেয়াপ্ত করা হয়। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে যায় সংসদে। অন্যদিকে এই সুযোগে সুর চড়িয়েছে বিজেপি। অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: ফের জামিন! দু’জন পেলেন শর্তসাপেক্ষ মুক্তি, কোন মামলায়?
অন্যদিকে তেলঙ্গানার সাংসদ অভিষেক মনু সিংভির দাবি করেছেন, গতকাল তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় এসেছিলেন। তারপর ১টার সময় সংসদের ক্যান্টিনে গিয়েছিলেন তিনি। সেখানে দুপুর মধ্যাহ্নভোজ সেরে দেড়টা পর্যন্ত ছিলেন তিনি। এছাড়া তাঁর পকেটে নাকি শুধুমাত্র একটিই ৫০০ টাকার নোট ছিল।
Heard of it first time now. Never heard of it till now! I carry one 500 rs note when I go to RS. First time heard of it. I reached inside house at 1257 pm yday and house rose at 1 pm; then I sat in canteen till 130 pm with Sh Ayodhya Rami Reddy then I left parl!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) December 6, 2024
তবে এই মুহূর্তে সকলের মনেই কৌতূহল তৈরী হয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমাণটা নিয়ে। সেই পরিমাণ জানা না গেলেও, টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে আজ তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্যসভায়। গেরুয়া শিবির কংগ্রেস সাংসদকে কটাক্ষ করলেও কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের প্রশ্ন তদন্ত শুরু হওয়ার আগেই কেন কংগ্রেস সাংসদের নাম জড়ানো হচ্ছে? তাঁর অভিযোগ, অভিষেক মনু সিংভিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।