ED-র ডাকে সায় আদালতের! অনুব্রতকে নিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

বাংলা হান্ট ডেস্কঃ এবার আরও বড়োসড়ো বিপাকে ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল। বিড়ম্বনা বাড়ল হেভিওয়েট তৃণমূল নেতার। অবশেষে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) তদন্তের জন্য অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে (ED)।

সূত্রের খবর, সোমবার দিল্লির বিশেষ আদালত অনুব্রতর রাজধানী যাত্রার নির্দেশ দিয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এদিন অনুব্রত-মামলার শুনানি ছিল। অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছিল কেষ্টর আইনজীবী কপিল সিব্বল। তবে শেষ পর্যন্ত কোনো লাভ হল না। সব পক্ষের সওয়াল জবাব শেষে এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাননি অনুব্রত মণ্ডল।

anubrara

সমস্ত কল্পনা-জল্পনা শেষে সোমবার মামলার চূড়ান্ত শুনানিতে ইডি-র আর্জিতেই সাড়া দিল আদালত। প্রসঙ্গত, অনুব্রত গ্রেফতারের পর থেকেই শাসক দল তরফে অভিযোগ উঠছে পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে বাংলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কৌশল করছে ইডি। এবার যেন সে কথাই সত্যি হল। বঙ্গের সীমানা পেরিয়ে তদন্তকারী অধিকারিকদের সাথে দিল্লির পথে পাড়ি দিচ্ছেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, গরু পাচার মামলায় এর আগেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। এখন সায়গল তিহাড় জেলে বন্দি রয়েছেন। এবার অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করবেন ইডি অফিসাররা। তবে কী অনুব্রতরও ঠাঁই হবে দিল্লির তিহাড়ে? এমন প্রশ্নেই এখন উত্তাল বঙ্গ রাজনীতি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর