বাংলা হান্ট ডেস্কঃ নয়া বছরে জোর বিপাকে ‘বীরভূমের বাঘ’! বহুদিন ধরে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত। দীর্ঘ এই সময় ধরে লেগে থাকলেও এখনও তদন্ত শেষ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। এই আবহে এবার গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রতর মামলার ক্ষেত্রেও ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
এদিন সর্বোচ্চ আদালত অনুব্রত মামলায় এক মাসের সময়সীমা দিয়েছে। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু করতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে। সেখানেই সংশোধনাগারে বন্দি ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহার জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানেই আপাতত বন্দি রয়েছেন তিনি। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করে ইডিও।
এদিকে দীর্ঘদিন ধরে জামিন পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন অনুব্রত। কখনও রাউস অ্যাভিনিউ কোর্ট, আবার কখনও দিল্লি হাইকোর্ট (Delhi High Court), কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি তৃণমূল নেতার। সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন জানিয়েছেন তিনি। আবার অন্যদিকে গ্রেফতারির পর এতদিন হয়ে যাওয়ার পরও তার মামলার ট্রায়াল শুরু হচ্ছিল না বলে আদালতে অভিযোগ তুলছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবি।
আরও পড়ুন: সাবধান! ২৩, ২৪, ২৫ দক্ষিণবঙ্গের ১১ জেলায় জোড়া তাণ্ডব দেখাবে শীত-বৃষ্টি, অ্যালার্ট জারি করল IMD
ওদিকে এদিন ফের সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী এস ভি রাজু। ‘অনুব্রতই মামলার মূল অভিযুক্ত। জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা’, আদালতে সওয়াল ইডির। এরই মধ্যে এবার অনুব্রতর মামলার ক্ষেত্রে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট