Ekchokho.com 🇮🇳

ওসির নির্দেশে রক্ত ধুইয়ে প্রমাণ লোপাট! BJP নেতা অভিজিৎ খুনের মামলার তদন্তে নয়া মোড়

Published on:

Published on:

Bengal Seeks Strict Digital Law from Centre

বাংলা হান্ট ডেস্ক : একুশের ভোট-পরবর্তী হিংসার অন্যতম চাঞ্চল্যকর মামলা অভিজিৎ সরকার খুন (Abhijit Sarkar Murder)। এবার সেই মামলায় বিজেপি কর্মীর (BJP) দাদা বিশ্বজিৎ সরকারের বয়ানকে হাতিয়ার করে নারকেলডাঙা থানার তৎকালীন ওসি-সহ তিন পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। শুধু তাই নয়, তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলরদের নামও উঠে এসেছে সেই চার্জশিটে। হিংসার চার বছর পরেও তদন্তের গতিতে ফের চমক।

রক্ত ধুইয়ে দিলেন স্বয়ং ওসি, অভিযোগ বিশ্বজিতের

২০২১ সালের ২ মে কাঁকুড়গাছিতে বিজেপি (BJP Worker) কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়। ঘটনার দিনই পুলিশ আসে, কিন্তু রক্তে ভেজা রাস্তা ঘিরে না রেখে বরং তা ধুইয়ে দেন নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন—এই অভিযোগ করেছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, অভিযুক্তদের দিয়েই প্রমাণ লোপাটে মদত দিয়েছিলেন ওসি। এমনকি, তাঁর মায়ের কাছ থেকে সাদা কাগজে জোর করে সই নিয়ে নেন সাব-ইন্সপেক্টর রত্না সরকার। বিশ্বজিতের বয়ানের ভিত্তিতে ৩০ জুন সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে, তাতে শুভজিৎ সেন, রত্না সরকার ও এক হোমগার্ডের বিরুদ্ধে সরাসরি ভূমিকা লেখা হয়েছে। এছাড়াও নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। এর আগে অরুণ দে নামে এক অভিযুক্তকে চার বছর পর গ্রেফতার করেছে সিবিআই। এখনও পলাতক রয়েছে পাঁচজন।

আরও পড়ুন : ‘নতুন আইন আনুন’, সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর

Bengal Seeks Strict Digital Law from Centre

নির্দেশ হাইকোর্টের, তবু চার বছরেও শেষ হয়নি তদন্ত

হাইকোর্টের নির্দেশে ২০২১ সালের ২৫ অগস্ট সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। সেই সময় ২০ জনের নামে এফআইআর হয়েছিল। এখনও পর্যন্ত ১৫ জন ধরা পড়লেও তদন্ত থেমে থাকেনি। চার বছর পর একাধিক পুলিশ আধিকারিকের নাম উঠে আসায় ফের চাপে রাজ্য পুলিশ। CBI সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরও সরকারি কর্মীর নাম চার্জশিটে থাকতে পারে। অভিজিতের পরিবার প্রথম থেকেই দাবি করে এসেছে, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন তিনি। এবার সিবিআইয়ের চার্জশিটে সেই দাবি যেন আরও জোরালো হল। ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার রাজনৈতিক তরজা মাথাচাড়া দিতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।