অন্য রাজ্যেও পাচার হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকা! চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে আগেই জানা গিয়েছিল যে, কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করতে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে। এবার আরোও বড় তথ্য প্রকাশ্যে এল। তদন্তকারী গোয়েন্দারা জানতে পেরেছেন যে দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা অন্য রাজ্যেও পাচার করা হতো। তদন্তে উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) এক নিকটাত্মীয়ের নাম।

এছাড়াও সন্দেহের তালিকায় আরও বেশ কয়েকজন আছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হন। এরপরেই সিবিআইয়ের আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। এখন বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্যের যে নিকটাত্মীয়ের নাম জানা গেছে তাঁকে খুব তাড়াতাড়ি নিজাম প্যালেসে ডেকে সিবিআই (Central Bureau of Investigation) জিজ্ঞাসাবাদ করবে এবং তখনই সেই আত্মীয়ের পরিচয় প্রকাশ পাবে। তার আগে সুবীরেশের নিকট আত্মীয়ের পরিচয় সিবিআই এখনই জানাতে চায় না। এবার প্রশ্ন হল, অন্য রাজ্যে এই টাকা পাচার হয়েছিল কীভাবে?

cbi

সিবিআই সূত্রের খবর, তদন্ত থেকে জানা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তরা তাদের নিকটাত্মীয়ের মাধ্যমে একাধিক সংস্থাতে ওই টাকা বিনিয়োগ করতেন। এর আগে সুবীরেশের কলকাতাসহ একাধিক বাড়ি তল্লাশি করে অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়, তার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। এখন অপেক্ষা, ওই নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আর কী কী নতুন তথ্য পায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর