‘অ্যাং ব্যাং চ্যাং বাজে বকবেন না’, নিয়োগ দুর্নীতি মামলায় CBI এর ওপর চটে লাল বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড়। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পাশাপাশি তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন আরও অনেকে। বহুদিন জামিনের আবেদন করেও মেলেনি সুরাহা। এবার পার্থ চট্টোপাধ্যায় সহ এই অভিযুক্তদের জামিনের বিরোধীতা করতে গিয়ে আদালতের ধমকের মুখে সিবিআই।

দীর্ঘদিন ধরে চলছে তদন্ত। এরই মাঝে এবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত পক্রিয়া নিয়ে তদন্তকারী সংস্থার ওপর বিরক্তি প্রকাশ করল আদালত।শনিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অপর্ণ চট্টোপাধ‌্যায়ের এজলাসে পার্থ চট্টোপাধ‌্যায়, কল‌্যাণময় গঙ্গোপাধ‌্যায়, বাকি অভিযুক্তদের পেশ করা হয়। এদিন ফের পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেলেও আদালতের প্রশ্নের মুখে পড়ে তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

ওদিকে গতকাল শুনানির শুরুতে নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এজেন্ট বাগদার চন্দন মণ্ডলের যে কোনও শর্তে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আইনজীবী বলেন, তিনি বলেন, তার মক্কেল ২৫০ দিনেরও বেশি জেলে রয়েছেন। মিথ্যা কারণ দেখিয়ে প্রভাবশালী বলে দাবি করে বারবার তার জামিন আটকে দিচ্ছে সিবিআই।

আরও পড়ুন: মেগা পরিবর্তন! এবার শুভেন্দুর বদলে রাজ্যের বিরোধী দলনেতা হচ্ছেন উত্তরবঙ্গের এই বিধায়ক

পাল্টা জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, “একই কারণ দেখিয়ে বারবার জামিনের আরজি করছে। নতুন কোনও কারণ দেখাতে পারছে না।” যদিও একই কারণ দেখিয়ে বারংবার জামিনের আবেদনে ভুল কিছু দেখছে না আদালত।

এরপরই এজেন্সির আইনজীবীর ওপর ক্ষুব্ধ হন বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে সরাসরি তিনি বলেন, ‘আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে তো কেঁদে কুল পাবেন না। আমি বোকা নই। গত কয়েক দিনের রেকর্ড দেখুন। অ্যাং ব্যাং চ্যাং বাজে বকবেন না।’

cbi partha

আরও পড়ুন: ‘আমাকে বোকা ভাববেন না, ভুল ধরলে কেঁদে কূল পাবেন না’, কার ওপর ক্ষুব্ধ হলেন বিচারপতি?

এরপরই তদন্তে কী অগ্রগতি হয়েছে সেই প্রসঙ্গ তোলেন বিচারক। সিবিআই এর আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “কেস ডায়েরিটা দেখুন। আমাকে বোকা ভাববেন না। কেন আদালতের সময় নষ্ট করছেন? শেষ বারের কেস ডায়েরিটা দেখুন। ” তবে এদিন কারও জামিনের আবেদনই মঞ্জুর হয়নি। আগামী ৮ সেপ্টেম্বর পার্থর জামিনের শুনানি হবে। ওদিকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ওই ৬ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর