নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়, SSC কাণ্ডে প্রাক্তন চেয়ারম্যানকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করল সিবিআই

Published on:

Published on:

CBI Declares Former Chairman Prashanta Sur as Hostile Witness in SSC Scam

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার শুনানিতে বড় ঘোষণা করল সিবিআই। আদালতে সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে সিবিআই প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করে সিবিআই। কারণ হিসেবে বলা হয়, তিনি যে সাক্ষ্য তদন্তকারী আধিকারিকদের কাছে দিয়েছিলেন, তার কিছু অংশের সঙ্গে বিচারকের সামনেই সহমত নয় তিনি। ফলে সিবিআই আদালতে আবেদন জানিয়ে তাঁকে ‘হস্টাইল উইটনেস’ বা ‘বিরূপ সাক্ষী’ বলে ঘোষণা করা হয়।

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় প্রশান্ত শূরকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা

প্রসঙ্গত, শনিবার এসএসসি নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Scam) একসঙ্গে শুনানি চলছিল। এই সব মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে হাজির হন প্রশান্ত শূর। সিবিআই সূত্রে খবর, তদন্ত চলাকালীন প্রশান্তবাবু যা বলেছিলেন, আদালতে এসে তার অনেকটাই বদলে ফেলেন। কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, তাঁর সাক্ষ্য মামলার গতিপথ প্রভাবিত করতে পারে। তাই বিচারকের সামনেই তাঁকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলার (SSC Scam) ‘কিংপিন’ হিসেবে সিবিআই আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আদালতে জানিয়েছিল। ২০২২ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জেলেই আছেন তিনি। যদিও গ্রুপ সি-সহ কয়েকটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ, কিন্তু বাকি মামলা চলায় তিনি মুক্তি পাননি। পার্থের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামও জড়িয়েছে এই মামলায়। তাঁর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে।

CBI Declares Former Chairman Prashanta Sur as Hostile Witness in SSC Scam

আরও পড়ুনঃ পুরীর জগন্নাথ মন্দিরে মোবাইল ব্যবহারে নতুন নিয়ম, এবার কাদের উপর কড়াকড়ি?

একসাথে চলছে মামলা (SSC Scam)

বর্তমানে নবম-দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি নিয়োগ মামলার (SSC Scam) শুনানি একসাথে চলছে। ইতিমধ্যেই একাধিক এসএসসি কর্তাব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তবে সিবিআইয়ের বক্তব্য অনুযায়ী, মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ধরনের সাক্ষীদের উপর। তাই প্রশান্ত শূরকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করা যে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।