বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর কেটে গিয়েছে প্রায় সাড়ে সাত মাস। এখনও এই ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। শুক্রবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) স্টেটাস রিপোর্ট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তিন পাতার স্টেটাস রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) নয়া মোড়?
গত বছরের আগস্ট মাসে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। বর্তমানে এই ধর্ষণ খুন মামলার তদন্ত করছে সিবিআই। এদিন সেই মামলাতেই স্টেটাস রিপোর্ট জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি।
সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই স্টেটাস রিপোর্টে তদন্তকারী সংস্থা জানিয়েছে, নতুন করে তিন জনের কল ডিটেলস জোগাড় করে তাতে নজর রাখা হচ্ছে (RG Kar Case)। সেই সঙ্গেই ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য বড় খবর! ‘বাংলায় আবার TATA ফিরবে’! বিরাট প্রতিশ্রুতি সুকান্তর
এছাড়াও এই মামলার তদন্তের জন্য আরজি করের (RG Kar Hospital) আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সেই সঙ্গেই তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে খবর। যদিও সেই তিনজন কে, সেই বিষয়ে খোলসা করেননি গোয়েন্দারা।
এদিন আদালতে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে সিবিআই (CBI)। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মূল ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটা নিয়ে তদন্ত করে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।
জানা যাচ্ছে, এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন তোলা হয়, জামিনের শর্ত হিসেবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হলেও তাঁরা উপস্থিত থাকছেন না। একথা শোনার পর আগামী ১৬ এপ্রিল তাঁদের আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে মূল ঘটনা (RG Kar Case) ধামাচাপা দেওয়ার কোনও নতুন তথ্যপ্রমাণ মিললে আদালতে সেই বিষয়ে জানানো হবে। আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।