বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ধর্ষণ, খুনের এই ঘটনার (RG Kar Case) প্রতিবাদে সরব প্রত্যেকে। এবার মহালয়ার সকালে আচমকাই নির্যাতিতার বাড়িতে হাজির হলেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারী আধিকারিক সহ মোট তিনজন তিলোত্তমার বাড়ি যান বলে খবর।
নির্যাতিতার (RG Kar Case) বাড়িতে কেন সিবিআই আধিকারিকরা?
এদিন আরজি করের প্রয়াত চিকিৎসকের বাড়ি গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা। বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী। ধর্ষণ খুনের এই ঘটনার পর তিলোত্তমার বাবা একটি চিঠি লিখেছিলেন। আরজি কর মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই চিঠি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে, সেই বিষয়ে কথা বলতেই আজ নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন সিবিআই (CBI) আধিকারিকরা।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই চিঠি নিয়ে কথা বলতেই আজ তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। চিঠি থেকে প্রাপ্ত তথ্য ও বয়ান মিলিয়ে দেখতে চান তাঁরা (RG Kar Case)। সেই কারণেই আজ তিন জন সিবিআই আধিকারিক প্রয়াত চিকিৎসকের বাড়ি যান বলে খবর।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পুজোর ‘গিফট’! ৯% DA বাড়াল সরকার! কবে থেকে মিলবে বাড়তি টাকা?
উল্লেখ্য, সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর তিলোত্তমার বাবা একটি চিঠি লিখেছিলেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেখানে বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে। তা দেখে সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) বলেছিলেন, এই চিঠিতে এমন বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা এই ঘটনার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে।
জানা যাচ্ছে, নির্যাতিতার বাবার লেখা সেই চিঠির ভিত্তিতে কয়েকজনকে জেরা করেছে সিবিআই। বয়ান রেকর্ডও করা হয়। তবে তা সত্ত্বেও কিছু বিষয় নিয়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন ছিল। এবার সেই বিষয়গুলি যাচাই করে নিতে চাইছিলেন তাঁরা। সেই জন্যই আজ তিলোত্তমার বাড়ি যান বলে খবর (RG Kar Case)। প্রায় ঘণ্টা দেড়েক ভেতরে থাকার পর সেখান থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
৩০ সেপ্টেম্বর তথা গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শেষ শুনানি হয়েছে। এরপর ফের ১৫ অক্টোবর এই মামলার শুনানি রয়েছে। সেদিন কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে আদালতে কী কী তুলে ধরা হয় আপাতত সেদিকেই নজর সকলের।